Nothing Phone (2) এর ফার্স্ট লুক প্রকাশ্যে, দেখুন কেমন ভাবে ডিজাইন করেছে কোম্পানি

নাথিং (Nothing) জুলাইতে তাদের দ্বিতীয় স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। অবশ্য তার আগেই Nothing Phone (2) সম্পর্কে...
Ananya Sarkar 6 Jun 2023 10:58 AM IST

নাথিং (Nothing) জুলাইতে তাদের দ্বিতীয় স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। অবশ্য তার আগেই Nothing Phone (2) সম্পর্কে ইতিমধ্যেই একাধিক তথ্য প্রকাশ হয়েছে। যেমন কোম্পানির প্রতিষ্ঠাতা কার্ল পেই নিশ্চিত করেছেন যে, এতে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর থাকবে। এছাড়া ডিভাইসটি ভারতে তৈরি করা হবে। আর এখন, এক নির্ভরযোগ্য টিপস্টার Nothing Phone (2) কিছু রেন্ডার অনলাইনে ফাঁস করেছেন, যা এর ফার্স্ট লুক সামনে এসেছে।

প্রকাশিত হল Nothing Phone (2)-এর রেন্ডার

নির্ভরযোগ্য টিপস্টার স্টিভ হেমারস্টোফার (অনলিক্স) দ্বারা শেয়ার করা নাথিং ফোন (২)-এর রেন্ডারগুলি একটি টেস্টিং স্টেজ ইউনিটের লাইভ ছবির ওপর ভিত্তি করে নির্মিত। এই রেন্ডার অনুযায়ী, আসন্ন ফোনটির ডিসপ্লের ওপরের বাম কোণে একটি পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে, আগের প্রজন্মের মডলের মতোই। ডিভাইসটির সামনের এবং পিছনের প্যানেলটি 2.5D কার্ভ গ্লাস দ্বারা নির্মিত হবে।

উল্লেখযোগ্যভাবে, নাথিং ফোন (২) তার পূর্বসূরির মতো বক্সি ফর্ম ফ্যাক্টরের সাথে আসবে না। ডিভাইসটিকে স্লিম প্রোফাইলের সাথে দেখা যাবে এবং আরামদায়ক গ্রিপের জন্য ফ্রেমটিও কিছুটা গোলাকার হবে। এবার আসা যাক রিয়ার প্যানেলের প্রসঙ্গে, যা নাথিং ফোন (১)-এর প্রধান হাইলাইট ছিল। পূর্বসূরিকে অনুসরণ করেই ফোন (২)-এর ক্যামেরা মডিউল এবং চার্জিং কয়েলের চারপাশে এলইডি লাইটের একাধিক ছোট স্ট্রিপ দেখা যাবে।

এছাড়া, নাথিং ফোন (২)-এ ক্যামেরা মডিউলে একটি ডুয়েল এলইডি ফ্ল্যাশও থাকবে। এর পাওয়ার বাটনটি ডানদিকে অবস্থান করবে, যেখানে ইউএসবি-সি পোর্ট এবং স্পিকার গ্রিলটিকে স্মার্টফোনের নীচের প্রান্তে দেখা যাবে। ইতিমধ্যেই জানা গেছে যে, Nothing Phone (2) কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে এবং এটিতে ৪,৭০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন একটি ব্যাটারি ইউনিটও থাকবে৷ এটি আরএডাব্লিউ এইচডিআর ফরম্যাট এবং ৬০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে ৪কে (4K) ভিডিও রেকর্ডিংয়ের সাথে আসবে। তবে, আপগ্রেড সত্ত্বেও স্মার্টফোনটির দাম তেমন বৃদ্ধি পাবে না বলে নাথিং নিশ্চিত করেছে।

Show Full Article
Next Story