iPhone এর পদাঙ্ক অনুসরণ করবে Nothing Phone (2), কী চমক থাকতে চলেছে জানেন?
গত ফেব্রুয়ারি মাসে আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) ইভেন্টের সময় থেকে লন্ডন ভিত্তিক স্টার্ট-আপ নাথিং...গত ফেব্রুয়ারি মাসে আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) ইভেন্টের সময় থেকে লন্ডন ভিত্তিক স্টার্ট-আপ নাথিং তাদের আসন্ন Nothing Phone (2)-কে টিজ করতে শুরু করে। কোম্পানি প্রথমে জানিয়েছিল যে, পরবর্তী-প্রজন্মের স্মার্টফোনটি চলতি বছরের শেষের দিকে লঞ্চ হবে। তবে, ফোর্বসের সাথে একটি সাক্ষাৎকারে, কার্ল পেই নিশ্চিত করেছেন যে, Nothing Phone (2)-এর লঞ্চ ইভেন্টটি আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এ তালিকাভুক্ত হওয়ার ইঙ্গিত ফোনটি ভারতেও লঞ্চ হবে। এছাড়াও, মাইক্রো-সাইট থেকে জানা যায় যে, ডিভাইসটি ফ্লিপকার্ট (Flipkart)-এ বিক্রির জন্য উপলব্ধ হবে।হ্যান্ডসেটটিকে গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং সাইটেও দেখা গেছে। আর এখন সংস্থার একটি নতুন টুইট ফোনটার ডিসপ্লের আকার, অ্যান্ড্রয়েড আপডেট সম্পর্কীত তথ্য প্রকাশ করেছে।
প্রকাশ্যে এল Nothing Phone (2)-এর স্পেসিফিকেশন
নাথিং ফোন (২)-এর এসজিএস (SGS)-সার্টিফায়েড কার্বন ফুটপ্রিন্ট রয়েছে ৫৩.৪৫ কেজি, যা পূর্বসূরি ফোন (১)-এর থেকে ৫ কেজি কম। কোম্পানি জানিয়েছে যে কম কার্বন ফুটপ্রিন্ট থাকা সত্ত্বেও, এটি ব্যাটারিতে ২০০ এমএএইচ বৃদ্ধি এবং স্ক্রিনে ০.১৫ ইঞ্চি বৃদ্ধি অর্জন করতে সমর্থ হয়েছে। আসন্ন ফোন (২)-তে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে নাথিং নিশ্চিত করেছে। ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
ইতিমধ্যেই, কার্ল পেই প্রকাশ করেছেন যে, ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হবে ৪,৭০০ এমএএইচ। তবে, তিনি ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পর্কে কোনও মন্তব্য করেননি। সম্ভবত, এটি তার পূর্বসূরির মতোই ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এছাড়া, নাথিং ফোন (২) কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা পরিচালিত হবে।
আবার, Nothing Phone (2)-এর গিকবেঞ্চ (GeekBench) তালিকাটি নিশ্চিত করেছে যে এটি ১২ জিবি পর্যন্ত র্যাম অফার করবে। লিস্টিং অনুযায়ী, এর মডেল নম্বরটি হবে এ০৬৫ এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। স্মার্টফোনটি গিকবেঞ্চের সিঙ্গেল এবং মাল্টি-কোর টেস্টে ১,২৫৩ এবং ৩,৮৩৩ পয়েন্ট স্কোর করেছে। নাথিং এর নয়া মডেলটি ৮ জিবি/ ১২ জিবি র্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হতে পারে।
উল্লেখ্য, নাথিং স্মার্টফোনের সাথে একটি পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম মিড-ফ্রেম ব্যবহার করবে। কোম্পানিটি মাদারবোর্ডে পুনর্ব্যবহৃত কপার ফয়েল, নয়টি সার্কিট বোর্ডের জন্য টিন, ২৮টি স্ট্যাম্পিং যন্ত্রাংশের জন্য ৯০% পুনর্ব্যবহৃত ইস্পাত ব্যবহার করবে। প্লাস্টিক-মুক্ত প্যাকেজিংও অফার করবে, যেমনটা অ্যাপল (Apple) লেটেস্ট আইফোনের সাথে করেছে। কোম্পানি আরও নিশ্চিত করেছে যে, Nothing Phone (2) তিনটি বড় অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট গ্রহণ করবে। এই দীর্ঘায়িত আপডেটের উদ্দেশ্য হল ক্রেতাদের ব্যবহারের সময়কাল বৃদ্ধি করা।