Nothing Phone 2 পাওয়ারফুল প্রসেসর ও 12 জিবি র‌্যাম সহ ভারতে আসছে, পেল BIS এর অনুমোদন

কার্ল পাই এর নতুন কোম্পানি Nothing কয়েকদিন আগে Nothing Ear 2 ইয়ারবাড লঞ্চ করেছে এবং এখন আবার সংস্থাটি একটি নতুন ফোনও...
Julai Modal 28 March 2023 12:39 PM IST

কার্ল পাই এর নতুন কোম্পানি Nothing কয়েকদিন আগে Nothing Ear 2 ইয়ারবাড লঞ্চ করেছে এবং এখন আবার সংস্থাটি একটি নতুন ফোনও বাজারে আনতে চলেছে। Nothing Phone 2 নামে আসন্ন এই হ্যান্ডসেটটিকে সম্প্রতি ভারতের সার্টিফিকেশন সাইট ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এ দেখা গেছে। ফলে বলার অপেক্ষা রাখে না যে ডিভাইসটি শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। Nothing Phone 2 গত বছরের জুলাইয়ে লঞ্চ হওয়া Nothing Phone 1 এর উত্তরসূরী হবে।

জনপ্রিয় এক ভারতীয় টিপস্টার, নার্থিং ফোন ২ কে ভারতীয় সার্টিফিকেশন সাইটে প্রথম খুঁজে পায়। এখানে ফোনটি AIN065‌ মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত রয়েছে। যদিও এখান থেকে ফোনটির কোনো স্পেসিফিকেশন সামনে আসেনি।

তবে কার্ল পাই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ ইভেন্টে জানিয়েছিল যে, এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন সিরিজের প্রসেসর থাকবে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ প্রসেসর হতে পারে।

এছাড়া নার্থিং ফোন ২, ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। উল্লেখ্য, গত বছর নাথিং ফোন ১ এর বেস মডেল অর্থাৎ ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ছিল ৩২,৯৯৯ টাকা। আশা করা যায়, এর উত্তরসূরীও প্রায় একই মূল্যে লঞ্চ হবে।

Show Full Article
Next Story