Nothing Phone 2 জুলাই‌ মাসে বাজারে আসছে, দমদার প্রসেসর সহ থাকবে 4700mAh ব্যাটারি

বহুল চর্চিত Nothing Phone 2 আগামী জুলাই মাসে বিশ্বব্যাপী লঞ্চ হবে বলে নিশ্চিত করলেন স্বয়ং সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তথা...
SUPARNA 26 May 2023 3:05 PM IST

বহুল চর্চিত Nothing Phone 2 আগামী জুলাই মাসে বিশ্বব্যাপী লঞ্চ হবে বলে নিশ্চিত করলেন স্বয়ং সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তথা সিইও কার্ল পেই (Carl Pei)। লঞ্চের টাইমলাইন শেয়ার করার পাশাপাশি পেই আরো জানিয়েছেন যে, তাদের আপকামিং হ্যান্ডসেটে পূর্বসূরির থেকে আরও শক্তিশালী ব্যাটারি দেওয়া হবে। সর্বোপরি আলোচ্য ফোনটিকে এই বছর আমেরিকার বাজারেও উপলব্ধ করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। প্রসঙ্গত পেই হালফিলে ঘোষণা করেছিলেন যে, Nothing Phone 2 কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসরের সাথে আসবে। এছাড়া মনে করা হচ্ছে, ডিজাইনের নিরিখে পূর্বসূরি দ্বারা অনুপ্রাণিত হতে পারে আপকামিং মডেলটি।

জুলাই মাসে লঞ্চ হতে চলেছে Nothing Phone 2

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে কার্ল পেই জানিয়েছেন যে, তাদের পরবর্তী- প্রজন্মের স্মার্টফোন অর্থাৎ নাথিং ফোন ২ -কে আগামী জুলাই মাসে বিশ্ব বাজারে উন্মোচন করা হবে। এই আসন্ন ফোনটি ৪,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসবে বলেও নিশ্চিত করেছেন পেই। এক্ষেত্রে জানিয়ে রাখি, পূর্বসূরি নাথিং ফোন ১ মডেলে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটি ব্যাটারি ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ নতুন ফোনটি তুলনায় ২০০ এমএএইচ অধিক ব্যাটারি ইউনিট অফার করবে।

নাথিং ফোন ২ হ্যান্ডসেটটি বিশ্বব্যাপী আত্মপ্রকাশের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারেও লঞ্চ হবে বলে আজ নিশ্চিত করেছেন কার্ল পেই। অবগতির জন্য জানিয়ে রাখি, Nothing Phone 1 -কে গত বছর জুলাই মাসে আমেরিকায় রিলিজ করা হয়নি। তবে তৎকালীন সময়ে আমেরিকার ক্রেতাদের জন্য একটি বিশেষ বিটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল, যেখানে হ্যান্ডসেটটি পরীক্ষা করার সুযোগ তাদের দেওয়া হয়। এই প্রোগ্রামে অংশগ্রহণকারীদের ২৯৯ ডলার (প্রায় ২৪,৪০০ টাকা) চার্জ করা হয়েছিল।

উল্লেখ্য, গতপরশু (২৪শে মে) নাথিং ব্র্যান্ডের সিইও নিশ্চিত করেছিলেন যে, Nothing Phone 2 ফোনে ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকবে। যেখানে Nothing Phone 1 -এ মিড রেঞ্জের অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ চিপসেট ব্যবহার করা হয়েছিল। এক্ষেত্রে স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসরটি পারফরম্যান্স অপ্টিমাইজেশনের ক্ষেত্রে অধিক স্থিতিশীল এবং ১৮-বিট ইমেজ সিগন্যাল প্রসেসিং সাপোর্ট করে বলে আসন্ন মডেলের জন্য এই এসওসি -কে চয়ন করা হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর আসন্ন নাথিং স্মার্টফোনের ক্যামেরা বিভাগকে আরো আপগ্রেড করতে সাহায্য করবে বলে ষ দাবি করা হয়েছে।

Nothing Phone 1 -এর দাম ও স্পেসিফিকেশন

ভারতে নাথিং ফোন (১) স্মার্টফোনকে তিনটি ভিন্ন স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছিল। যার মধ্যে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয় ৩২,৯৯৯ টাকা। আবার, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত টপ-এন্ড মডেলের দাম থাকছে যথাক্রমে ৩৫,৯৯৯ টাকা ও ৩৮,৯৯৯ টাকা। যদিও আগস্ট মাসে ব্র্যান্ডটি তাদের এই ডিভাইসের দাম আরো ১,০০০ টাকা বাড়িয়ে দিয়েছিল।

এবার স্পেসিফিকেশনের কথায় আসা যাক। ডুয়েল-সিমের (ন্যানো) নাথিং ফোন ১ -এ কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা সহ ৬.৫৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) OLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে - ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, ৪০২ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১,২০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ সাপোর্ট করে। গ্লাস ডিজাইনের সাথে আসার দরুন ডিভাইসটির ব্যাক প্যানেলেও কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা মিলবে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ প্রসেসর সহ এসেছে। উক্ত ডিভাইসে ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম এবং সর্বাধিক ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ উপলব্ধ। নাথিংয়ের এই ফোন অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক নাথিংওএস (NothingOS) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে। সিকিউরিটির জন্য ডিভাইসে বিদ্যমান থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Nothing Phone 1-এ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল - অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS), ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS) ও এফ/১.৮৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল Samsung JN1 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেকেন্ডারি সেন্সরটি - এফ/২.২ অ্যাপারচার, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS), ১১৪-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ ও ম্যাক্রো মোড সাপোর্ট করে।

এদিকে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই হ্যান্ডসেটে ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য, Nothing Phone 1 ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট কিউআই (Qi) ওয়্যারলেস চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সমর্থিত ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Show Full Article
Next Story