2022 সালের পুনরাবৃত্তি এই বছরেও, Nothing Phone 2 নিয়ে আরও এক বড় খবর প্রকাশ্যে
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নাথিং অবশেষে আসন্ন Nothing Phone (2)-এর লঞ্চের তারিখ ঘোষণা করেছে। কোম্পানি নিশ্চিত করেছে যে,...দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নাথিং অবশেষে আসন্ন Nothing Phone (2)-এর লঞ্চের তারিখ ঘোষণা করেছে। কোম্পানি নিশ্চিত করেছে যে, স্মার্টফোনটি জুলাই মাসের শুরুতেই আত্মপ্রকাশ করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশে উপলব্ধ হবে। আবার, এটি একই তারিখে ভারতেও লঞ্চ হবে। জানা গিয়েছে, Nothing Phone (1) এর মতো (2) মডেলটিও দেশে ফ্লিপকার্টের মাধ্যমে এদেশে বিক্রি করা হবে। আসুন তাহলে ফোনটির লঞ্চের তারিখের পাশাপাশি এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে, সেগুলি জেনে নেওয়া যাক।
Flipkart-এক্সক্লুসিভ Nothing Phone (2) আগামী মাসেই আসছে ভারতের বাজারে
ফ্লিপকার্টে লাইভ হওয়া একটি মিনিসাইট গ্রাহকদের জানিয়েছে যে, নাথিং ফোন (২) আগামী ১১ জুলাই ভারতে আসছে। সেটি এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ প্রসেসরের উপস্থিতি নিশ্চিত করেছে, যদিও এবিষয়ে কোম্পানি আগেই জানিয়েছিল। এছাড়াও, এটি ফোন (২)-কে পরিবেশ বান্ধব এবং টেকসই করার জন্য নাথিংয়ের প্রচেষ্টার দিকটি তুলে ধরেছে। এর বেশি কিছু ওই মিনিসাইট থেকে জানা যায়নি।
উল্লেখযোগ্যভাবে, গত বছরের ফোন (১)-এর মতোই উত্তরসূরি নাথিং ফোন (২) শুধুমাত্র ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে বিক্রি হবে। কিন্তু যারা এদেশে ফোনটি কেনার জন্য উন্মুখ হয়ে রয়েছেন, তাদের মধ্যে কোম্পানির এই সিদ্ধান্ত মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। কেননা, নাথিং ফোন (১) গ্রাহকরা ফ্লিপকার্টের সার্ভিসের সাথে খুব একটা সন্তুষ্ট ছিলেন না। এমনকি, কিছু ইউজার এই অভিযোগ করেছেন যে, ই-কমার্স প্ল্যাটফর্মটি তাদের পাঠানো ত্রুটিপূর্ণ ইউনিটগুলি রিপ্লেস করার অনুরোধ গ্রহণ করেনি।
শোনা যাচ্ছে, Nothing Phone (2)-এ তার পূর্বসূরির মতো প্রায় একই রকমের ডিজাইন থাকবে। অর্থাৎ, এটিতে এম্বেড করা এলইডি লাইট সহ একটি স্বচ্ছ রিয়ার প্যানেলে দেখা যাবে এবং এটি স্লিম বেজেল সহ ফ্ল্যাট সাইড এবং একটি ফ্ল্যাট ফ্রন্ট প্যানেল অফার করবে।, Phone (2)-কে তার পূর্বসূরির মতো দেখতে হওয়া নিয়ে উপহাস করে ইদানিং নেটিজেনরা কিছু মিম ইন্টারনেটে শেয়ার করছেন। তবে এর উত্তরে স্বয়ং নাথিংয়ের সিইও কার্ল পেই মিম প্রেরকদের হ্যান্ডসেটটির আগমনের জন্য অপেক্ষা করতে এবং এটি উন্মোচিত হওয়ার পর বিচার করতে বলেছেন। তার এই বক্তব্যের পর মনে করা হচ্ছে, কোম্পানি সম্ভবত Nothing Phone (2)-এ কিছু উল্লেখযোগ্য নান্দনিক পরিবর্তন করেছে। আসন্ন ডিভাইসে ঠিক কি কি বদল চোখে পড়বে, তা জানতে আগামী মাসের লঞ্চ ইভেন্টের জন্য অপেক্ষা করতেই হবে।