ফ্ল্যাগশিপ কিলারের তকমা পেতে পারে Nothing Phone 2, লঞ্চ টাইমলাইন, ফিচার্স লিক হল

খুব সম্প্রতি নাথিংয়ের সিইও কার্ল পেই জানিয়েছিলেন যে, এ বছরের শেষের দিকে Nothing Phone (2) লঞ্চ করবে তঁর সংস্থা। যা...
Ananya Sarkar 7 Feb 2023 10:39 AM IST

খুব সম্প্রতি নাথিংয়ের সিইও কার্ল পেই জানিয়েছিলেন যে, এ বছরের শেষের দিকে Nothing Phone (2) লঞ্চ করবে তঁর সংস্থা। যা Nothing Phone (1)-এর আপগ্রেড ভার্সন হিসেবে আসবে। কার্ল পেই আরও বলেন যে, নতুন মডেলটি তার পূর্বসূরির চেয়ে বেশি প্রিমিয়াম হবে এবং সফ্টওয়্যারের নিরিখে ব্যবহারকারীদের দারুন অভিজ্ঞতা প্রদান করবে। এখন সেই Nothing Phone (2)-এর মডেল নম্বর, ও লঞ্চের টাইমলাইন-সহ বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

Nothing Phone (2)-এর লঞ্চ টাইমলাইন ও স্পেসিফিকেশন ফাঁস

মাইস্মার্টপ্রাইস প্রতিবেদন থেকে জানা গেছে যে, নাথিং ফোন (২) এর মডেল নম্বর A065। এটি ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, নাথিং ফোন (১) গত বছরের জুলাই মাসে আত্মপ্রকাশ করেছিল। আসন্ন ফোনটি ফ্ল্যাগশিপ কিলার হবে বলেই অনুমান।

নাথিং ফোন (২) কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮-সিরিজ প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গেছে। তবে, চিপসেটের নামটি এখনও জানা যায়নি। ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট সহ ডিভাইসটি কমপক্ষে ১২ জিবি র‍্যাম অফার করবে এবং এটি ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে আসবে। আসন্ন হ্যান্ডসেটটিতে নাথিং ফোন (১)-এ থাকা ৪,৫০০ এমএএইচ চেয়ে উচ্চতর ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলেও জানা গেছে।

এছাড়া, Nothing Phone (2)-এর সামনের দিকে পূর্বসূরির মতোই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এতে অ্যাডাপ্টিভ ডিসপ্লে ফিচার অফার করবে যা অন-স্ক্রিন কন্টেন্টের ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ রেট অ্যাডজাস্ট করবে।

Show Full Article
Next Story