রাখি বন্ধন স্পেশাল অফার, 5000 টাকা ছাড়ে সদ্য লঞ্চ হওয়া Nothing Phone 2, সুযোগ হাতছাড়া করবেন না
আগামী ৩০শে অগাস্ট রাখিপূর্ণিমা উৎসব। এটি ভাই-বোনদের জন্য একটি বিশেষ দিন। কেননা বোন বা দিদিকে রক্ষা করার অঙ্গীকার নিয়ে...আগামী ৩০শে অগাস্ট রাখিপূর্ণিমা উৎসব। এটি ভাই-বোনদের জন্য একটি বিশেষ দিন। কেননা বোন বা দিদিকে রক্ষা করার অঙ্গীকার নিয়ে দাদা বা ভাইয়েরা রাখির বন্ধনে আবদ্ধ হয় এই দিনেই। যদিও বোনেরাও রাখি পরানোর পরিবর্তে দাদা বা ভাইদের থেকে কিছু না কিছু উপহারের আশা করে থাকে। যে কারণে আপনাদের মধ্যে অনেকেই হয়তো নিজেরদের বোনকে খুশি করার জন্য একটি উপযুক্ত উপহারের খোঁজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি এই বছরের রাখিবন্ধন উৎসবকে ভাইবোনদের জন্য স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে Nothing। আলোচ্য ব্র্যান্ডটি, রাখি উপলক্ষে তাদের লেটেস্ট লঞ্চ Nothing Phone (2) -কে লোভনীয় ডিলের সাথে তুলনায় সস্তায় বিক্রি করার ঘোষণা করেছে।
এর জন্য কার্ল পেইয়ের সংস্থাটি এদেশের শীর্ষস্থানীয় ব্যাঙ্ক HDFC -এর সাথে হাত মিলিয়েছে। শুধু তাই নয়, স্মার্টফোনের পাশাপাশি এর সাথে ব্যবহৃত কয়েকটি অ্যাক্সেসরিজকেও তুলনায় কম দামে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাখিবন্ধন উপলক্ষে সস্তায় বিক্রি করা হচ্ছে Nothing Phone (2)
এদেশে নাথিং ফোন (২) স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ৪৪,৯৯৯ টাকা থেকে। এই বিক্রয় মূল্য ফোনটির ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস বিকল্পের। আর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে যথাক্রমে ৪৯,৯৯৯ টাকা ও ৫৪,৯৯৯ টাকা। এটি ডার্ক গ্রে ও হোয়াইট কালারে এসেছে।
এবার আসা যাক রাখি 'স্পেশাল' অফারের প্রসঙ্গে। আলোচ্য হ্যান্ডসেটটি যেইসকল ক্রেতারা HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে কিনবেন তাদের ধার্য মূল্যের উপর ফ্লাট ৩,০০০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হবে। আবার পুরোনো মোবাইল আপগ্রেড করে নাথিং ব্র্যান্ডের এই লেটেস্ট হ্যান্ডসেটটি কিনলে অতিরিক্তভাবে আরো ২,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাসও মিলবে।
উল্লেখিত অফারগুলি ছাড়াও, বেশ কয়েকটি অ্যাক্সেসরিজকেও তুলনায় সস্তায় কেনা যাবে। যেমন নাথিং -এর অফিসিয়াল ব্যাক কভার কেসকে মাত্র ৪৯৯ টাকায় পাওয়া যাবে। এর আসল দাম ১,২৯৯ টাকা। আর ৯৯৯ টাকা দামের স্ক্রিন প্রটেক্টর কেবল ৩৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে।
Nothing Phone (2) এর স্পেসিফিকেশন
নাথিং ফোন (২) স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪১২ পিক্সেল) LTPO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের এবং এটি ১-১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট ও ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্স অফার করতে এতে অ্যাড্রেনো ৭৩০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ডিভাইসকে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক নাথিংওএস ২.০ (NothingOS 2.0) কাস্টম স্কিনে রান করে।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য Nothing Phone (2) -এ LED ফ্ল্যাশ সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS) সমর্থিত ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর (অ্যাপারচার : এফ/১.৮৮) এবং EIS সহ ৫০ মেগাপিক্সেল Samsung JN1 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই সেকেন্ডারি ক্যামেরাটি মাইক্রো সেন্সর হিসেবেও কাজ করবে। পাশাপাশি এই ক্যামেরা সেটআপের মাধ্যমে ৩০fps রেটে ও ৬০fps রেটে ৪কে রেজোলিউশনে এবং স্লো মো ভিডিও মোডের সাথে ভিডিও রেকর্ড করা যাবে। এদিকে ডিভাইসের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 সেলফি ক্যামেরা বিদ্যমান থাকছে।
অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এই ডিভাইসে পাওয়া যাবে তিনটি মাইক্রোফোন ও ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম। সিকিউরিটি ফিচার হিসাবে এতে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার বিদ্যমান। কানেক্টিভিটি অপশন হিসাবে Nothing Phone (2) -এ সামিল রয়েছে – ব্লুটুথ ৫.৩, ওয়াইফাই ৬, জিপিএস ও ইউএসবি টাইপ-সি পোর্ট। আর পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট পিপিএস ওয়্যার্ড ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সমর্থন করে। জল এবং ধুলো প্রতিরোধের জন্য এই হ্যান্ডসেট IP54 রেটিং প্রাপ্ত।