Nothing Phone 2 এই দেশেও এন্ট্রি নিচ্ছে, পেল গুরুত্বপূর্ণ ছাড়পত্র, পাওয়া যাবে বড় ব্যাটারি
Nothing সংস্থার কর্ণধার কার্ল পেই (Carl Pei) সম্প্রতি একটি টিজার শেয়ার করে স্বয়ং ঘোষণা করেন যে, তাদের দ্বিতীয় ফ্ল্যাগশিপ...Nothing সংস্থার কর্ণধার কার্ল পেই (Carl Pei) সম্প্রতি একটি টিজার শেয়ার করে স্বয়ং ঘোষণা করেন যে, তাদের দ্বিতীয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nothing Phone (2) আগামী ১১ই জুলাই লঞ্চ হবে। এর জন্য লন্ডনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করা হবে, যা স্থানীয় সময় অনুসারে দুপুর ৪টে (16:00 BST) -তে অনুষ্ঠিত হবে। আর এই তারিখ যত ঘনিয়ে আসছে, ততই বিভিন্ন আঞ্চলিক সার্টিফিকেশন সাইটে এটিকে উপস্থিত হতে দেখা যাচ্ছে। যেমন সম্প্রতি আলোচ্য হ্যান্ডসেটকে 'ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন' (NBTC) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হতে দেখা গেল, যা থাইল্যান্ডের বাজারে Nothing Phone (2) স্মার্টফোনের সত্বর লঞ্চের ইঙ্গিত দিচ্ছে।
NBTC থেকে ছাড়পত্র পেল Nothing Phone (2)
NBTC সার্টিফিকেশন সাইটের লিস্টিং অনুসারে, আপকামিং নাথিং ফোন (২) স্মার্টফোন A065 মডেল নম্বরের সাথে আসবে। যদিও এই লিস্টিংয়ে ডিভাইসটির স্পেসিফিকেশন সম্পর্কিত কোনো তথ্য উল্লেখ নেই। কিন্তু এটি নিশ্চিত যে, নাথিং ব্র্যান্ডের ফোনটি থাইল্যান্ডেও লঞ্চ হবে।
এদিকে সার্টিফিকেশন সাইট থেকে কোনো তথ্য না সামনে এলেও, Nothing Phone (2) স্মার্টফোনের ফিচার ইতিমধ্যেই সামনে এসেছে। আসুন ডিভাইসটি কি কি বিশেষত্বের সাথে আসছে জেনে নেওয়া যাক।
Nothing Phone (2) -এর সম্ভাব্য স্পেসিফিকেশন
নাথিং সংস্থার তরফ থেকে সম্প্রতি তাদের এই আসন্ন ফ্ল্যাগশিপ ডিভাইসের কয়েকটি কী-ফিচার শেয়ার করা হয়েছিল। জানা গেছে, নাথিং ফোন (২) স্মার্টফোনটি ৬.৭-ইঞ্চির AMOLED ডিসপ্লে সহ আসবে। এই ডিসপ্লে হাই-ডেফিনিশন রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আবার দুর্দান্ত পারফরম্যান্স প্রদানের জন্য উক্ত হ্যান্ডসেটে অত্যাধুনিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট ব্যবহার করা হবে বলেও ঘোষণা করা হয়েছে৷
বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চের লিস্টিং অনুসারে, Nothing Phone (2) -এ ১২ জিবি র্যাম পাওয়া যাবে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করতে পারেন। এক্ষেত্রে, সংস্থাটি এই ফোনের জন্য তাদের নিজস্ব কাস্টম স্কিন নাথিং ওএস ২.০ ব্যবহার করবে, যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে ডেভেলপ করা হয়েছে।
কোম্পানির তরফে ব্যবহারকারীদের দীর্ঘমেয়াদী সফ্টওয়্যার সাপোর্ট অর্থাৎ ৩টি বড় অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং ৩ বছরের জন্য সিকিউরিটি প্যাচ আপডেট দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। পরিশেষে আসন্ন Nothing Phone (2) স্মার্টফোনে পূর্বসূরির তুলনায় অধিক বড় অর্থাৎ ৪,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।