Nothing Phone (2) নিয়ে বড় আপডেট, 21 তারিখে সেল, মিলবে 3,000 টাকা ডিসকাউন্ট

গত সপ্তাহে Nothing Phone (2) উন্নত প্রসেসর, নতুন ক্যামেরা সেন্সর এবং উচ্চ প্রত্যাশিত Nothing OS 2.0 সফ্টওয়্যার সহ...
Ananya Sarkar 18 July 2023 2:14 PM IST

গত সপ্তাহে Nothing Phone (2) উন্নত প্রসেসর, নতুন ক্যামেরা সেন্সর এবং উচ্চ প্রত্যাশিত Nothing OS 2.0 সফ্টওয়্যার সহ গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছে। ইতিমধ্যেই কিছু দেশে নাথিং ড্রপ (Nothing Drop) ফিজিক্যাল স্টোরের মাধ্যমে ফোনটার খুচরো বিক্রিও শুরু হয়েছে। আর এখন, ব্র্যান্ডটি ভারতে Nothing Phone (2)-এর অনলাইন উপলব্ধতার তারিখ ঘোষণা করেছে। পাশাপাশি ফোনটার লঞ্চ অফার সম্পর্কেও জানা গেছে।

Nothing Phone (2)-এর অনলাইন ওপেন সেলের তারিখ

নাথিং ফোন (২) আগামী ২১ জুলাই থেকে ফ্লিপকার্ট (Flipkart)-এর প্ল্যাটফর্মে ওপেন সেলের মাধ্যমে উপলব্ধ হবে। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত এর বেস ভ্যারিয়েন্টটির দাম ৪৪,৯৯৯ টাকা হলেও উচ্চতর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ৪৯,৯৯৯ টাকা। নাথিং ফোন (২) এর সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভার্সন ভারতে ৫৪,৯৯৯ টাকায় উপলব্ধ। অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)-এর ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার পেমেন্ট করলে গ্রাহকরা দামের ওপর ৩,০০০ টাকা ছাড় পেতে পারেন।

Nothing Phone (2): স্পেসিফিকেশন

নাথিং ফোন (২)-এ তার পূর্বসূরির চেয়ে আরও বেশি ফাংশনালিটি সহ ট্রিক-আউট গ্লাইফ ইন্টারফেস রয়েছে। ডিভাইসটি ৬.৭ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ১,০৮০ x ২,৪১২ পিক্সেলের রেজোলিউশন এবং ১,৬০০ নিট পিক ব্রাইটনেস প্রদান করে। ফোন (২) কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত।

ক্যামেরা বিভাগে, Nothing Phone (2)-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ইন-সেন্সর জুম সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর এবং ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন১ আল্ট্রাওয়াইড লেন্স দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর সেলফির জন্য ফোনের সামনে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সহ একটি ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬১৫ ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান।

সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Nothing Phone (2) শক্তিশালী ৪,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩৩ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। নাথিংয়ের দ্বিতীয় প্রজন্মের ফোনটি অ্যান্ড্রয়েড ১৩-এর উপর ভিত্তি করে নাথিং ওএস ২.০ (Nothing OS 2.0) কাস্টম স্কিনে চলে, যা নতুন উইজেট, থিম কালার, ফোল্ডার লেআউট এবং সচিত্র কভার-এর মতো একাধিক ফিচার অফার করে।

Show Full Article
Next Story