4K রেকর্ডিং সহ আরও অনেক সুবিধা, Nothing Phone 2 বৃহত্তর ক্যামেরা আপগ্রেড সহ আসছে

২০২২ সালের জুলাই মাসে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করেছিল Nothing Phone (1)। আর এই বছরও প্রায় একই সময়ে এই ফোনটির উত্তরসূরি...
SUPARNA 24 May 2023 10:14 PM IST

২০২২ সালের জুলাই মাসে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করেছিল Nothing Phone (1)। আর এই বছরও প্রায় একই সময়ে এই ফোনটির উত্তরসূরি Nothing Phone (2) লঞ্চ করা হবে বলে অনুমান করছিলেন অনেকেই। কিন্তু এখন মনে হচ্ছে, আসন্ন এই হ্যান্ডসেটকে প্রত্যাশার চেয়ে কিছুটা আগেই লঞ্চ করা হবে। কেননা সংস্থাটির সিইও কার্ল পেই (Carl Pei) -কে হালফিলে ধারাবাহিকভাবে এই লেটেস্ট মডেলটি সম্পর্কে টুইট করতে দেখা যাচ্ছে। সর্বোপরি টেক-প্রেমীদেরও প্রশ্ন করতে দেখা যাচ্ছে যে - পূর্বসূরিটি 'ইউনিক' ডিজাইনের কারণে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু ২তম প্রজন্মের নাথিং ফোনটির বিশেষত্ব কি হবে? এই প্রশ্নের উত্তর দিয়ে কার্ল পেই আজ একটি টুইট করেছেন। যেখানে Nothing Phone (2) স্মার্টফোন আরো উন্নত ক্যামেরা পারফরম্যান্স অফার করবে বলে দাবি করা হয়েছে।

Nothing Phone (2) স্মার্টফোন বড়সড় ক্যামেরা আপগ্রেড পেতে চলেছে, দাবি প্রতিষ্ঠাতার

একটি সাম্প্রতিক টুইটে কার্ল পেই জানিয়েছেন যে, আপকামিং নাথিং ফোন (২) -এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর ব্যবহার করা হবে। এক্ষেত্রে - বর্তমান প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের পরিবর্তে পুরোনো প্রজন্মের চিপসেট কেন বেছে নেওয়া হল? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই জেগেছে অনেকের মনে। আসলে, আসন্ন মডেলটির জন্য বহুদিন ধরে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ এসওসি নিয়ে পরীক্ষা করা হচ্ছিলো। কার্ল পেই -এর মতে, পুরোনো প্রজন্মের এই প্রসেসরটি পারফরম্যান্স অপ্টিমাইজেশনের ক্ষেত্রে নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটের থেকেও অধিক স্থিতিশীল। শুধু তাই নয়, আলোচ্য প্রসেসরে ১৮-বিট ইমেজ সিগন্যাল প্রসেসিং সাপোর্ট করে। ফলে পূর্বসূরির থেকেও ৪,০০০ গুণ বেশি ক্যামেরা ডেটা ক্যাপচার করতে সক্ষম হবে নাথিং ফোন (২)।

কার্ল পেই আরও দাবি করেছেন যে, Nothing Phone (2) স্মার্টফোনে ব্যবহৃত প্রসেসরটি ক্যামেরা বিভাগকে আরো আপগ্রেড করতে সাহায্য করবে। এক্ষেত্রে, ৬০ ফ্রেম-পার-সেকেন্ড (fps) এবং RAW HDR প্রযুক্তি সমর্থিত ৪কে (4K) রেজোলিউশনে ভিডিও রেকর্ডিং করার বিকল্প অন্তর্ভুক্ত করা সম্ভব হবে নাথিংয়ের আপকামিং ফোনে। জানিয়ে রাখি, এই ক্যামেরা ফিচারগুলি নাথিং ফোন (১) -এ উপলব্ধ ছিল না।

এই বিষয়ে নাথিং ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা টুইটে বলেছেন যে - "কখনও কখনও সর্বাধুনিক প্রযুক্তির সুবিধা প্রদানের জন্য কিছু জিনিস খোয়াতে হয়, যা সর্বদা ন্যায়সঙ্গত হয় না।" হয়তো নতুন প্রসেসরের বদলে পুরোনো প্রজন্মের চিপসেট ব্যবহার করার ব্যাখ্যা দিতেই এই উক্তি করেছেন কার্ল।

Show Full Article
Next Story
Share it