শাওমি-রিয়েলমিকে জোরালো টক্কর, জল্পনা সত্যি করে কম দামে দেশে আসছে Nothing Phone 2a
গত জুলাই মাসে ব্রিটেন-ভিত্তিক নবীন স্মার্টফোন ব্র্যান্ড নাথিং তাদের দ্বিতীয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Nothing Phone (2)...গত জুলাই মাসে ব্রিটেন-ভিত্তিক নবীন স্মার্টফোন ব্র্যান্ড নাথিং তাদের দ্বিতীয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Nothing Phone (2) লঞ্চ করেছিল। বর্তমানে কোম্পানিটি এই হ্যান্ডসেটের একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করার পরিকল্পনা করছে, যার নাম Nothing Phone (2a)। ডিভাইসটি Nothing Phone (2)-এর কম দামী ভার্সন হবে বলে শোনা যাচ্ছে। ফোনটি এবার ভারতের নিয়ন্ত্রক সংস্থা, বিআইএস (BIS) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে, যা ফোনটির এদেশের বাজারে লঞ্চ কনফার্ম করেছে। চলুন নাথিংয়ের আসন্ন ফোনটির সম্পর্কে ঠিক কি কি তথ্য এখনও পর্যন্ত সামনে এসেছে, জেনে নেওয়া যাক।
Nothing Phone (2a) পেল BIS সার্টিফিকেশন
A142 BIS মডেল নম্বর সহ নাথিং ফোন (২এ) ফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এই মডেল নম্বরটি এ সপ্তাহের শুরুতে ফাঁস হওয়া নাথিং ফোন (২এ)-এর AIN142 মডেল নম্বরের থেকে আলাদা৷ তবে, সম্ভবত দুটি মডেল নম্বর একই ডিভাইসের বিভিন্ন আঞ্চলিক সংস্করণের সাথে যুক্ত। বিআইএস সার্টিফিকেশন থেকে এও জানা গেছে যে, নাথিং ফোন (২এ)-তে নাথিং ফোন ২-এর চেয়ে আলাদা ব্যাটারি থাকবে। এর ব্যাটারির মডেল নম্বর হল NT03।
শোনা যাচ্ছে যে, সাশ্রয়ী মূল্যের সংস্করণ হলেও, নাথিং ফোন (২এ)-এর রিয়ার প্যানেলে নাথিং ফোনের পরিচায়ক এলইডি লাইট সম্বলিত গ্লাইফ ইন্টারফেস দেখা যাবে। ফোনটিতে একটি কেন্দ্রীভূত সেলফি ক্যামেরা কাটআউট সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। তবে, অনুমান করা হচ্ছে যে, এই ডিসপ্লেটি নাথিং ফোন (২)-এর মতো এলটিপিও প্যানেল নাও হতে পারে৷
এছাড়া, সাশ্রয়ী মূল্যের বিকল্প হওয়ায় Nothing Phone (2a)-তে পারফরম্যান্সের জন্য মিড-রেঞ্জের Qualcomm Snapdragon বা MediaTek Dimensity প্রসেসর ব্যবহৃত হতে পারে। এই মুহূর্তে ফোনটির ব্যাটারির ক্ষমতা এবং দাম সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি। এমনকি Nothing Phone (2a) কবে লঞ্চ হবে, তাও এখনও স্পষ্ট নয়। তবে, এটিকে যেহেতু বিআইএস সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, তাই আন্দাজ করা যায় এটি খুব শীঘ্রই এদেশে উন্মোচন করা হবে।