এবার সস্তা ফোনেই মন জয় করবে Nothing, ফাঁস হয়ে গেল ডিসপ্লে ও ক্যামেরা ডিটেলস

বেশ কিছুদিন ধরে নাথিং (Nothing)-এর পরবর্তী স্মার্টফোন জল্পনা চলেছে। শোনা যাচ্ছে যে, ব্র্যান্ডটি তুলনামূলক সাশ্রয়ী...
Ananya Sarkar 25 Dec 2023 1:24 PM IST

বেশ কিছুদিন ধরে নাথিং (Nothing)-এর পরবর্তী স্মার্টফোন জল্পনা চলেছে। শোনা যাচ্ছে যে, ব্র্যান্ডটি তুলনামূলক সাশ্রয়ী মূল্যে একটি নতুন হ্যান্ডসেট বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে, যার নাম Nothing Phone (2a)। এটি আগামী ২৭ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ (MWC 2024)-এর মঞ্চে উন্মোচন করা হবে বলে খবর৷ লঞ্চের আগে Nothing Phone (2a)-এর ডিসপ্লে এবং ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস করে একটি রিপোর্ট হইচই ফেলে দিয়েছে।

Nothing Phone (2a)-এর ডিসপ্লে এবং ক্যামেরা

স্মার্টপ্রিক্স এবং টিপস্টার কামিলা যৌথভাবে প্রকাশ করেছেন যে, নথিং ফোন (২এ)-এর সামনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে। এটি চীনা ডিসপ্লে নির্মাতা, ভিশনক্স (Visionox) এবং বিওই (BOE) দ্বারা প্রস্তুত করা ওলেড (OLED) প্যানেল বলে মনে করা হচ্ছে, যা ১,০৮০ x ২,৪১২ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।

রিপোর্টে আরও বলা হয়েছে যে, নাথিং ফোন (২এ) ৫০ মেগাপিক্সেলের স্যামসাং এস৫কেজিএন৯ প্রাইমারি ক্যামেরা থাকবে, যা মোটো জি৮৪ ৫জি-তেও উপলব্ধ। প্রধান সেন্সরটি ডুয়েল ক্যামেরা সেটআপে একটি স্যামসাং এস৫কেজেএন১ আল্ট্রা-ওয়াইড লেন্সের সাথে যুক্ত থাকবে। শোনা যাচ্ছে সেলফির জন্য সামনে ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬১৫ প্রাইমারি ক্যামেরা অবস্থান করবে। অন্যান্য রিপোর্ট অনুসারে, নাথিং ফোন (২এ)-এর ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেমটি একটি বৃত্তাকার ক্যামেরা মডিউলে অনুভূমিকভাবে সজ্জিত হবে।

জানিয়ে রাখি, Nothing Phone (2a)-এর যে ওয়ালপেপারগুলি ফাঁস হয়েছে, সেগুলিকে ‘রাক্সে', ‘নেক্সাল', 'অ্যাজুনিম হোয়াইট', 'অর্বিকিউ', 'রুব্রেন ব্ল্যাক', 'অ্যামব্রে' এবং 'ভির্মার' নামে বাজারজাত করা হবে। রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে যে, এই নাথিং ফোনটির চারটি স্টক কিপিং ইউনিট (SKU) থাকবে, এগুলি হল PacmanIND (ভারত), PacmanJPN (জাপান), PacmanEEA (ইউরোপ) এবং Pacman (গ্লোবাল)। ডিভাইসটি সম্ভবত ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে আসবে।

এছাড়া সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Nothing Phone (2a)-এ MediaTek Dimensity 7200 চিপসেট, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নাথিং ওএস ২.৫ (Nothing OS 2.5) কাস্টম স্কিনে রান করবে বলে আশা করা হচ্ছে। ফোনটির পিছনে একটি নতুনভাবে ডিজাইন করা এলইডি লাইট যুক্ত তিন-অংশের গ্লাইফ (Glyph) ইন্টারফেস থাকবে বলে শোনা যাচ্ছে। বিশ্ব বাজারে Nothing Phone (2a)-এর দাম হতে পারে প্রায় ৪০০ ডলার (আনুমানিক ৩৩,২৭০ টাকা)। অবশ্য ভারতে এটি আরও সস্তায় লঞ্চ হতে পারে।

Show Full Article
Next Story