1 মাস না যেতেই বড় খবর, Nothing Phone 2a-র উন্নত ভার্সন আসছে বাজারে

নাথিং (Nothing) ফ্যানদের জন্য সুখবর! কোম্পানি গত মাসে প্রকাশিত সাশ্রয়ী মূল্যের Nothing Phone (2a)-এর একটি নতুন সংস্করণের ওপর কাজ শুরু করেছে বলে জানা গেছে। আর…

নাথিং (Nothing) ফ্যানদের জন্য সুখবর! কোম্পানি গত মাসে প্রকাশিত সাশ্রয়ী মূল্যের Nothing Phone (2a)-এর একটি নতুন সংস্করণের ওপর কাজ শুরু করেছে বলে জানা গেছে। আর এটি বর্তমান মডেলের থেকেও উন্নত হবে বলে মনে করা হচ্ছে। একটি নতুন রিপোর্টে এই আসন্ন ফোনটির বিষয়ে কিছু উত্তেজনাপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। শোনা যাচ্ছে এই ফোনটির কোডনেম “PacManPro”। Nothing Phone (2a)-এর নতুন ভার্সনটির বিষয়ে আর কি কি জানা গেল, আসুন দেখে নেওয়া যাক।

Nothing Phone (2a)-এর উন্নত সংস্করণ আসছে বাজারে

অ্যান্ড্রয়েড হেডলাইনস-এর রিপোর্ট অনুযায়ী, ডিলান রাসেল নামের এই ব্যক্তি দুটি নতুন নাথিং ফোন সম্পর্কে কিছু তথ্য ফাঁস করেছেন। যাকে “প্যাকম্যানপ্রো” (PacManPro) এবং “টেট্রিস” (Tetris) কোডনেমে ডাকা হচ্ছে। “প্যাকম্যানপ্রো”-এর প্রসঙ্গে আশা যাক। নাথিং ফোন (2এ)-এর সাংকেতিক নাম “এরোড্যাক্টাইল” (Aerodactyl) এবং “প্যাকম্যান” (PacMan)। তাই এখন “প্যাকম্যানপ্রো”-এর নামটি সামনে আসায় মনে করা করা হচ্ছে যে, নাথিং ফোন (2এ)-এর একটি উন্নত সংস্করণ বাজারে আসতে চলেছে। অ্যান্ড্রয়েড হেডলাইনস আসন্ন নাথিং ফোনটির মডেল নম্বরও প্রকাশ করেছে।

রেগুলার নাথিং ফোনের (2a)-এর মডেল নম্বর “A142″। আর নতুন “প্যাকম্যানপ্রো” “A142P” মডেল নম্বর বহন করে৷ সংখ্যা দুটি প্রায় একই, শুধু নতুনটির মডেল নম্বরের শেষে একটি অতিরিক্ত “P” রয়েছে। এখন প্রশ্ন হল এই “P”- এর অর্থ কি? সম্ভবত এটি প্রো সংস্করণ বা প্লাস সংস্করণ বোঝানোর জন্য যুক্ত হয়েছে। সুতরাং, A142P মডেলটির নাম হতে পারে নাথিং ফোন (2এ) প্লাস বা নাথিং ফোন (2এ) প্রো।

উল্লেখ্য, Nothing Phone (2a)-এর নতুন সংস্করণে আরও ভাল প্রসেসর, উন্নততর ক্যামেরা কিংবা ভিন্ন ডিজাইনের থাকতে পারে৷ কেউ কেউ বলছেন “PacManPro” হতে পারে Nothing Phone (2a)-এর Community Version। আশা করা যায়, শীঘ্রই এই ফোনটি সম্পর্কে আরও পাকাপোক্ত তথ্য সামনে আসবে।