লঞ্চের আগেই Nothing-এর সস্তা স্মার্টফোন দেখা গেল ফ্লিপকার্টে, অনলাইনে ফাঁস ছবি
গত কয়েক সপ্তাহ ধরে নাথিং (Nothing)-এর নতুন বাজেট স্মার্টফোন নিয়ে টেক দুনিয়ায় জল্পনা চলছে। বিভিন্ন রিপোর্ট এবং নানা...গত কয়েক সপ্তাহ ধরে নাথিং (Nothing)-এর নতুন বাজেট স্মার্টফোন নিয়ে টেক দুনিয়ায় জল্পনা চলছে। বিভিন্ন রিপোর্ট এবং নানা সূত্র মারফৎ এই প্রসঙ্গে একাধিক তথ্য সামনে এসেছে। ফোনটি Nothing Phone (2a) নামে শীঘ্রই বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে। আর এখন, জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart), আপকামিং নাথিং ফোনটির ভারতীয় উপলব্ধতা সম্পর্কে নিশ্চিত করেছে।
Nothing Phone (2a)-কে দেখা গেল Flipkart-এর সাইটে
নাথিং গত বছর জুলাই মাসে ফ্ল্যাগশিপ নাথিং ফোন (২) এনেছিল। আর এখন, কোম্পানি তাদের প্রথম বাজেট স্মার্টফোন হিসেবে নাথিং ফোন (২এ) লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এঅ মাসের শেষে বার্সেলোনায় মোবাইলের ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে। তার আগেই হ্যান্ডসেটটিকে ফ্লিপকার্ট-এ দেখা গেছে। এর মাইক্রোসাইটটি ওই রিটেইল প্ল্যাটফর্মে লাইভ হয়েছে, যা নিশ্চিত করে যে ফোনটি ভারতীয় বাজারে পাওয়া যাবে।
ফ্লিপকার্ট-এর সাইটে আসন্ন নাথিং ফোন (২এ)-এর একটি ছোট ভিডিও টিজার দেখা যাচ্ছে। আজই ( ৫ ফেব্রুয়ারি) স্মার্টফোনটির লাইভ ছবিও প্রকাশ্যে এসেছে, যা এর ফ্রন্ট এবং ব্যাক - উভয় প্যানেলের ডিজাইনের আভাস দিয়েছে। সম্প্রতি, নাথিংয়ের এই ফোনটি টিইউভি (TUV) সার্টিফিকেশন সাইটের অনুমোদন পেয়েছে, যা ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং রেট নিশ্চিত করেছে।
এখনও পর্যন্ত যা যা তথ্য উঠে এসেছে তার ওপর ভিত্তি করে বলা যায়, Nothing Phone (2a)-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এটি MediaTek Dimensity 7200 প্রসেসর দ্বারা চালিত হবে, যা ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করবে। আপাতত বিভিন্ন সূত্রে এই তথ্যগুলিই সামনে এসেছে। তবে যেহেতু ফোনটির লঞ্চ আসন্ন, তাই খুব শীঘ্রই Nothing Phone (2a)-এ সম্পর্কে বিশদে জানা যাবে বলে আশা করা হচ্ছে।