Nothing Phone (2a) হবে মেড ইন ইন্ডিয়া ফোন, তৈরি হবে ভারতের এই রাজ্যে

আগামীকাল অর্থাৎ ৫ই মার্চ মুক্তি পেতে চলেছে Nothing Phone (2a)। এক্ষেত্রে ডিভাইসটির লঞ্চ প্রচারকার্যের অংশ হিসাবে বিগত কয়েক দিন ধরেই কার্ল পেই (Carl Pei) -এর…

আগামীকাল অর্থাৎ ৫ই মার্চ মুক্তি পেতে চলেছে Nothing Phone (2a)। এক্ষেত্রে ডিভাইসটির লঞ্চ প্রচারকার্যের অংশ হিসাবে বিগত কয়েক দিন ধরেই কার্ল পেই (Carl Pei) -এর সংস্থাটি একাধিক টিজার ইমেজ শেয়ার করে যাচ্ছিলো তাদের আধিকারিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। তবে এখন অর্থাৎ ফোনটির আগমনের মাত্র কয়েক ঘন্টা আগে লন্ডনের এই ব্র্যান্ডের পক্ষ থেকে এমন একটি টিজার ইমেজ রিলিজ করা হলো যা এর ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন সম্পর্কিত তথ্য নিশ্চিত করেছে। এক্ষেত্রে টিজারে, ‘ডিজাইনড ইন লন্ডন, মেড ইন ইন্ডিয়া’ লেখা নজরে পড়েছে। অর্থাৎ Nothing Phone (2a) ভারতে যে তৈরি হবে তা স্পষ্টভাবে জানিয়ে দিল ব্র্যান্ডটি।

‘মেড ইন ইন্ডিয়া’ হবে Nothing Phone (2a), নিশ্চিত করলো স্বয়ং সংস্থা

লন্ডন ভিত্তিক স্টার্টআপটি ভারতীয় বাজারে স্থানীয় ভাবে নিজেদের ডিভাইস উৎপাদনের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেছে। যেকারণে লেটেস্ট নাথিং ফোন (২এ) মডেলটিও এদেশেই উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে কার্ল পেই। এই পদক্ষেপের জন্য ব্র্যান্ডটি ভারতে যেমন তাদের বিনিয়োগ বাড়াতে সক্ষম হবে, পাশাপাশি নাগরিকদের জন্য কর্মসংস্থান তৈরি করতেও সাহায্য করবে৷

আসন্ন নাথিং ফোন (২এ) দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত একটি ম্যানুফাকচারিং প্ল্যান্টে নির্মিত হবে বলে জানা গেছে। জানিয়ে রাখি, পূর্বসূরি নাথিং ফোন (১) এবং ফোন (২) মডেল দুটিও এদেশে স্থানীয়ভাবে উৎপাদন করা হয়েছিল।

Nothing Phone (2a) -এর গ্লোবাল লঞ্চ ইভেন্টটি ভারতে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে ব্র্যান্ডটি নয়া দিল্লি -তে একটি ইন-পার্সন ইভেন্টের আয়োজন করবে। একই সাথে এই ইভেন্টের লাইভ স্ট্রিমিং সেটআপ করে বিশ্বের অন্যান্য অঞ্চলে ফোনটির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলেও নিশ্চিত করা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, জনপ্রিয় ভারতীয় অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) -কে আসন্ন এই হ্যান্ডসেট তথা ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসাবে চয়ন করা হয়েছে।

স্পেসিফিকেশনের কথা বললে, Nothing Phone (2a) স্মার্টফোনে কাস্টম-ডিজাইনড মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রো প্রসেসর থাকছে, যা ‘তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড’ (TSMC) -এর ৪এনএম প্রসেসিং নোড ভিত্তিক হবে। এছাড়া এটি – ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নথিং ওএস ২.৫.২ কাস্টম স্কিন, ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৮ জিবি/১২ জিবি র‍্যাম, ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে।