Nothing Phone 2(a) সস্তায় দেবে অ্যামোলেড ডিসপ্লে সহ দুর্দান্ত ক্যামেরার স্বাদ

Nothing -এর পরবর্তী প্রজন্মের স্মার্টফোনের নাম প্রকাশ্যে এলো। আসন্ন ডিভাইসটি Nothing Phone (2a) নামের সাথে লঞ্চ হবে।...
SUMAN 3 Feb 2024 2:22 PM IST

Nothing -এর পরবর্তী প্রজন্মের স্মার্টফোনের নাম প্রকাশ্যে এলো। আসন্ন ডিভাইসটি Nothing Phone (2a) নামের সাথে লঞ্চ হবে। TDRA সার্টিফিকেশন সাইটের লিস্টিং সম্প্রতি এই নামটি নিশ্চিত করেছে। একইসাথে জানা গেছে, এই হ্যান্ডসেটর কোডনেম ও মডেল নম্বর হবে যথাক্রমে 'অ্যারোড্যাক্টিল' (Aerodactyl) এবং এ৪১২ (A412)।

প্রসঙ্গত, হালফিলে সংস্থার ভারতীয় শাখা এবং ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart), উভয় সাইটেই Nothing Phone (2a) স্মার্টফোনের জন্য মাইক্রোসাইট লাইভ করা হয়েছে, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, ডিভাইসটি খুব শীঘ্রই এদেশে মুক্তি পেতে চলেছে।

যদিও সংস্থার কর্ণধার কার্ল পেই (Carl Pei) এখনো তাদের এই আপকামিং ফোনের আনুষ্ঠানিক লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তবে আশা করা হচ্ছে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে চলা 'মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস' (MWC 2024) ইভেন্ট অথবা তার কাছাকাছি সময়ে ডিভাইসটি আত্মপ্রকাশ করতে পারে।

Nothing Phone (2a) গত বছর আগত Nothing Phone (2) মডেলের টোনড-ডাউন সংস্করণ হিসাবে আসবে। এটি প্রথম-প্রজন্মের Nothing Phone (1) ফোনের তুলনায় একাধিক আপগ্রেডেড ফিচার অফার করতে পারে। এক্ষেত্রে কানাঘুষো শোনা যাচ্ছে, আসন্ন হ্যান্ডসেট মিডিয়াটেক চিপসেট সহ লঞ্চ হওয়া Nothing ব্র্যান্ডের প্রথম ফোন হবে। যদিও এই তথ্য কতটা সত্যি তা এক্ষুনি জানা সম্ভব নয়।

Nothing Phone (2a) এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • ডিসপ্লে: ৬.৭-ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০৮৪×২৪১২ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে।
  • প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ চিপসেট এবং মালি জি৬১০ জিপিইউ থাকবে।
  • র‍্যাম এবং স্টোরেজ: ৮ জিবি / ১২ জিবি র‍্যাম + ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ অফার করবে।
  • অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নাথিং ওএস ২.৫ কাস্টম স্কিন।
  • রিয়ার ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল Samsung S5KGN9 প্রাইমারি ক্যামেরা (সেন্সর সাইজ : ১/১.৫-ইঞ্চি, পিক্সেল সাইজ : ১.০ মাইক্রন) + ৫০ মেগাপিক্সেল Samsung S5KJN1 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল শুটার (সেন্সর সাইজ : ১/২.৭৬-ইঞ্চি, পিক্সেল সাইজ : ০.৬৪ মাইক্রন)।
  • ফ্রন্ট ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল Sony IMX615 সেলফি সেন্সর।
  • কালার বিকল্প: হোয়াইট এবং ব্ল্যাক।

Show Full Article
Next Story