Nothing Phone (2a) Plus Community Edition: নার্থিং ফোন (২এ) প্লাস কমিউনিটি এডিশন কিনতে পারবে মাত্র হাজার জন, কেন এই ফোন নিয়ে এত চর্চা
Nothing Phone (2a) Plus Community Edition Launched নার্থিং ফোন (২এ) প্লাস কমিউনিটি এডিশন এর ভারতে দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা। এই মূল্য ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের।
নার্থিং তাদের জনপ্রিয় ফোন (২এ) প্লাস এর বিশেষ সংস্করণ হিসেবে নার্থিং ফোন (২এ) প্লাস কমিউনিটি এডিশন লঞ্চ করল। এতে 'ইউনিক গ্লো ইন দা ডার্ক' ডিজাইন দেখা যাবে, যা রাতে জোনাকির মতো জ্বলজ্বল করবে। আর ফ্যানদের চাহিদা মতো ফিচারও এতে উপস্থিত। সংস্থার তরফে জানানো হয়েছে যে, নার্থিং ফোন (২এ) প্লাস কমিউনিটি এডিশন বিশ্বজুড়ে মাত্র ১,০০০ ইউনিট বিক্রি করা হবে। অর্থাৎ চাইলেই এই ফোন আপনি নাও পেতে পারেন।
নার্থিং ফোন (২এ) প্লাস কমিউনিটি এডিশন: দাম
নার্থিং ফোন (২এ) প্লাস কমিউনিটি এডিশন এর ভারতে দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা। এই মূল্য ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। তবে লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ব্যাঙ্ক অফারে আরও কমে ফোনটি কিনতে পারবেন।
নার্থিং ফোন (২এ) প্লাস কমিউনিটি এডিশন এর প্রথম সেল ১২ নভেম্বর আয়োজন করা হবে। ফ্লিপকার্ট থেকে বিশেষ এডিশনটি কেনা যাবে। ক্রেতাদের এরজন্য আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন সেলের পাশাপাশি নার্থিং এর কমিউনিটি মেম্বারদের জন্য অফলাইন ইভেন্টের আয়োজন করা হবে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।
নার্থিং ফোন (২এ) প্লাস কমিউনিটি এডিশন: ফিচার
নার্থিং জানিয়েছে যে, গত ৬ মাস ধরে ৪৭টি দেশের ইউজারদের থেকে ৯০০-র বেশি ডিজাইন ও ফিচারের ধারণা নিয়ে গ্রীন ও সিলভার-গ্রে লুক সহ নার্থিং ফোন (২এ) প্লাস কমিউনিটি এডিশন লঞ্চ করা হয়েছে। এর মূল আকর্ষণ ফসফরাসেন্ট ব্যাক প্যানেল। জোনাকির থেকে অনুপ্রেরণা নিয়ে এতে অন্ধকারে জ্বলজ্বল করে এমন উপাদান ব্যবহার করা হয়েছে। এছাড়া নার্থিং ফোন (২এ) প্লাস কমিউনিটি এডিশন ফোনে ৬টি কাস্টম ওয়ালপেপার পাওয়া যাবে।
নার্থিং ফোন (২এ) প্লাস কমিউনিটি এডিশন: স্পেসিফিকেশন
নাথিং ফোন ২এ প্লাস কমিউনিটি এডিশন এর স্পেসিফিকেশনের কথা বললে, ডুয়েল সিম সাপোর্ট সহ আসা এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৫০ প্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে । ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নার্থিংওএস ২.৬ কাস্টম স্কিনে চলে। এই মিড-রেঞ্জ ডিভাইসে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪১২ x ১০৮৪ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, যার সর্বাধিক ব্রাইটনেস ১৩০০ নিটস এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। যদিও সাধারণ এই ডিসপ্লে ৭০০ নিটস ব্রাইটনেস অফার করে এবং এর টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৫ রয়েছে।
নাথিং ফোন ২এ প্লাস কমিউনিটি এডিশন মডেলে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ৫০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। ক্যামেরার কথা বললে এতে ডুয়েল রিয়ার সেটআপ বর্তমান এবং সেলফির জন্য সামনে ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন১ ফ্রন্ট ক্যামেরা রয়েছে। রিয়ার সিস্টেমে রয়েছে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন৯ প্রাইমারি সেন্সর ও ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন১ আল্ট্রা ওয়াইড লেন্স। রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা ৪কে ভিডিও রেকর্ড করতে পারে।
Nothing Phone (2a) Plus Community Edition Launched নার্থিং ফোন (২এ) প্লাস কমিউনিটি এডিশন এর ভারতে দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা। এই মূল্য ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের।