Nothing Phone 2a Plus ফোনের আজ প্রথম সেল, ২ হাজার টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ

আজ প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হচ্ছে Nothing Phone 2a Plus। নাথিং-এর নতুন মিড-রেঞ্জ ডিভাইসটি নার্থিং ফোন ২এ এর...
techgup 7 Aug 2024 2:19 PM IST

আজ প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হচ্ছে Nothing Phone 2a Plus। নাথিং-এর নতুন মিড-রেঞ্জ ডিভাইসটি নার্থিং ফোন ২এ এর আপগ্রেড ভার্সন। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে এটি কেনা যাবে। এর পাশাপাশি, আপনি ক্রোমা এবং বিজয় সেলস থেকেও ফোনটি অর্ডার করতে পারেন। আসুন প্রথম সেলে স্মার্টফোনটি কি কি অফারের সাথে পাওয়া যাবে দেখে নেওয়া যাক।

Nothing Phone 2a Plus এর প্রথম সেল, দাম ও অফার দেখে নিন

নার্থিং ফোন ২এ ফোনটি গ্রে এবং ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে। এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। তবে সেল অফারে নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে এটি ২৫,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার এর ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা, যা ব্যাঙ্ক কার্ডের সাহায্যে ২৭,৯৯৯ টাকায় নিজের করা যাবে।

Nothing Phone 2a Plus এর ফিচার ও স্পেসিফিকেশন

নাথিং ফোন ২এ প্লাস মডেলে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৫০ প্রো প্রসেসর । ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নার্থিংওএস ২.৬ কাস্টম স্কিনে চলে। সংস্থাটি এই ফোনে ৩ বছরের সফ্টওয়্যার আপডেট এবং ৪ বছরের সিকিউরিটি আপডেট দেবে। এই মিড-রেঞ্জ ডিভাইসে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার সর্বাধিক ব্রাইটনেস ১৩০০ নিটস এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

নাথিং ফোন ২এ প্লাস মডেলে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ক্যামেরার কথা বললে এতে ডুয়েল রিয়ার সেটআপ বর্তমান এবং সেলফির জন্য সামনে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। রিয়ার সিস্টেমে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Show Full Article
Next Story