অবিশ্বাস্য অফার, Nothing Phone (2a) ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে বিক্রি হবে মাত্র 18999 টাকায়
২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে Flipkart Big Billion Days Sale। আর এই সেলে Nothing Phone (2a) অতি সস্তায় কেনা যাবে। আজ...২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে Flipkart Big Billion Days Sale। আর এই সেলে Nothing Phone (2a) অতি সস্তায় কেনা যাবে। আজ নাথিংয়ের সিইও কার্ল পেই এই সুখবর দিয়েছেন। পাশাপাশি জনপ্রিয় ইউটিউবার টেকনিক্যাল গুরুজিও তার ফ্যানদের সাথে এই খবর শেয়ার করেছেন। জানিয়ে রাখি, Nothing Phone (2a) লঞ্চের পর পরই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। প্রথম সেলে ডিভাইসটির ১ লক্ষ ইউনিট বিক্রি হয়েছিল।
Nothing Phone (2a) এর উপর ডিসকাউন্ট অফার
ভারতে Nothing Phone (2a) এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি মডেলের দাম ২৫,৯৯৯ টাকা। তবে ইউটিউবার টেকনিক্যাল গুরুজি ওরফে গৌরব চৌধুরীকে কার্ল পেই জানিয়েছেন, আসন্ন ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে এই নার্থিং ফোনটি মাত্র ১৮,৯৯৯ টাকায় পাওয়া যাবে।
আশা করা যায় এই মূল্য Nothing Phone (2a) এর বেস মডেলের হবে। এছাড়া এই দাম ব্যাঙ্ক ও এক্সচেঞ্জে মিলিয়ে নাকি ছাড়া না পরিষ্কার করেননি কার্ল পেই। আমাদের ধারণা ব্যাঙ্ক অফার সহ ফোনটি ১৮,৯৯৯ টাকায় কেনা যাবে।
Nothing Phone (2a) এর ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি স্পেসিফিকেশন
নার্থিং ফোন (২এ) ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এই ক্যামেরাগুলি হল ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। আবার এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চির ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: Tecno Pop 9 5G: ১০ হাজার টাকার কমে Sony ক্যামেরা সহ ৫জি ফোন আনছে টেকনো
নার্থিং ফোন (২এ)- এ আছে গ্লিফ ইন্টারফেস এবং ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।