ফিচার্সের পর দামও ফাঁস হয়ে গেল, Nothing Phone (2a) আসছে ফেব্রুয়ারিতেই

লন্ডন-ভিত্তিক সংস্থা নাথিং একটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের ওপর কাজ করছে বলে বেশ ক'সপ্তাহ ধরেই জল্পনা চলছে।...
Ananya Sarkar 29 Dec 2023 1:41 PM IST

লন্ডন-ভিত্তিক সংস্থা নাথিং একটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের ওপর কাজ করছে বলে বেশ ক'সপ্তাহ ধরেই জল্পনা চলছে। ব্র্যান্ডের নয়া হ্যান্ডসেটটির নাম Nothing Phone (2a) বলে জানা গেছে। এটি গত জুলাই মাসে লঞ্চ হওয়া প্রিমিয়াম Nothing Phone (2)-এর টোন-ডাউন ভার্সন হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি Phone (2a) সম্পর্কে নিশ্চিতভাবে কিছু না জানালেও, সাম্প্রতিক রিপোর্টগুলি শীঘ্রই আগমনের ইঙ্গিত দেয়। আর এখন, এক টিপস্টার স্মার্টফোনটির দাম, স্টোরেজের পরিমাণ ও কালার অপশন ফাঁস করেছেন।

Nothing Phone (2a)-এর স্টোরেজ, কালার ও মূল্য

টিপস্টার রোল্যান্ড তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে নাথিং ফোন (২এ) সম্পর্কিত একাধিক তথ্য শেয়ার করেছেন। তার দাবি, স্মার্টফোনটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। ডিভাইসটিকে হোয়াইট বা ব্ল্যাক কালার অপশনে বেছে নেওয়া যাবে। নাথিং ফোন (২এ)-এর বেস মডেলটির দাম ৪০০ ইউরো (প্রায় ৩৬,৮১০ টাকা)-এর মধ্যে থাকতে পারে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, নাথিং ফোন (২এ)-এর ডিজাইন আগের প্রজন্মের নাথিং ফোন (১) বা নাথিং ফোন (২)-এর থেকে ভিন্ন হতে চলেছে। এই ফোনটির ব্যাক প্যানেলে একটি বৃত্তাকার মডিউল দেখা যাবে, যার মধ্যে অনুভূমিকভাবে ডুয়েল ক্যামেরা সেন্সর অবস্থান করবে। ক্যামেরা আইল্যান্ডটি নাথিংয়ের সিগনেচার গ্লাইফ (Glyph) এলইডি লাইট স্ট্রিপ দ্বারা বেষ্টিত হবে।

এছাড়া, ডিভাইসটির একটি প্রোডাকশন ভ্যালিডেশন ইউনিটের ছবি সম্প্রতি ফাঁস হয়, যা ইঙ্গিত করেছে যে এতে ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ফুলএইচডি+ রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। Nothing Phone (2a)-এর ওলেড (OLED) প্যানেল চীনের ভিশনক্স (Visionox) বা বিওই (BOE) সরবরাহ করতে পারে। শোনা যাচ্ছে. Nothing Phone (2a) MediaTek Dimensity 7200 প্রসেসর দ্বারা চালিত হবে।

উল্লেখ্য, আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ (MWC 2024) সম্মেলনের জন্য ইতিমধ্যেই নাথিং ইনভিটেশন পোস্টার প্রকাশ করেছে। কোম্পানিটি জানিয়েছে যে, তারা আগামী ২৭ ফেব্রুয়ারি এমডব্লিউসি চলাকালীন একটি ইভেন্টের আয়োজন করবে। ব্র্যান্ডটি সেসময় Nothing Phone (2a)-এর ওপর থেকে পর্দা সরাতে পারে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story