ভারতে তৈরি হবে Nothing Phone (2a), বিনামূল্যে জেতার সুযোগ দিচ্ছে সংস্থা

বহুল প্রতীক্ষিত Nothing Phone (2a) -এর লঞ্চের সময় প্রায় ঘনিয়ে এসেছে। সর্বোপরি পূর্বসূরিদের মতো ডিভাইসটি এবারও ভারতে...
SUMAN 19 Feb 2024 3:52 PM IST

বহুল প্রতীক্ষিত Nothing Phone (2a) -এর লঞ্চের সময় প্রায় ঘনিয়ে এসেছে। সর্বোপরি পূর্বসূরিদের মতো ডিভাইসটি এবারও ভারতে আত্মপ্রকাশ করবে। তবে সবথেকে উল্লেখযোগ্য খবর হল, আসন্ন এই হ্যান্ডসেট এদেশে স্থানীয়ভাবে তৈরি হবে বলে হালফিলে X প্ল্যাটফর্মের মাধ্যমে ঘোষণা করেছেন সংস্থার সিইও কার্ল পেই (Carl Pei)। এই খবর সামনে আসার পর থেকেই ভারতীয় টেক প্রেমীরা বেশ উত্তেজিত। একইসাথে বিষয়টি গর্বের-ও। কেননা Nothing Phone (2a) ভারতে তৈরি হলে এখানকার ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম উন্নত হবে। যার দরুন বিশ্বদরবারে স্বতন্ত্র একটা পরিচয় গড়ে তুলতে সমর্থ হবে আমাদের দেশ। এছাড়া ফোনটি ভারতে নির্মিত হলে তুলনায় কম দামে বিক্রি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

Nothing Phone (2a) ভারতে তৈরি হবে

X প্ল্যাটফর্মে সংস্থার কর্ণধার কার্ল পেই, আসন্ন নাথিং ফোন (২এ) -কে ভারতে স্থানীয়ভাবে ম্যানুফ্যাকচার করার কথা নিশ্চিত করেছেন। এখন সংস্থাটির অন্যতম লক্ষ্য হল, লঞ্চ পরবর্তী সময়ে এদেশে এর সর্বাধিক সংখ্যক ইউনিট বিক্রি করা। আর এর জন্য ব্যাপক প্রচারকার্য চালানো অত্যন্ত প্রয়োজন। ফলে নাথিং ব্র্যান্ড তাদের এই লেটেস্ট ডিভাইসের প্রচারকার্যের জন্য 'বিশেষ মুখ' বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বিখ্যাত অভিনেতা রণবীর সিং -কে নিযুক্ত করার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

https://twitter.com/getpeid/status/1759123640497434835

এই কথা সামনে আসতে একজন X ব্যবহারকারী কার্ল পেই -কে জিজ্ঞাসা করেছেন যে, 'ব্র্যান্ড অ্যাম্বাসেডর কেন প্রয়োজন আপনার?' প্রত্যুত্তরে কার্ল বলেছেন - 'ভাই, আমরা আরও বেশি ফোন বিক্রি করতে চাই'। পোস্টে 'ভাই' শব্দের ব্যবহারের পর থেকে ভারতীয় ভক্তরাও কার্ল পেই -কে ভাই বলে সম্বোধন করতে শুরু করেছে। যারপর কার্ল তার X অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে 'কার্ল ভাই' (Carl Bhai) করে দিয়েছেন।

Nothing India পেজ নামের সাথেও যুক্ত হল 'ভাই' শব্দ

নাথিং ব্র্যান্ডের সিইও শুধুমাত্র তার নিজস্ব X হ্যান্ডেলের নামই পরিবর্তন করেননি, সাথে সংস্থার ভারতীয় শাখার X হ্যান্ডেলের নামের পাশেও 'ভাই' শব্দ যুক্ত করে দিয়েছেন। এমনকি সহ-প্রতিষ্ঠাতাকেও নিজের নাম আকিস ইভাঞ্জেলিডিস (Akis Evangelidis) থেকে 'আকিস ভাই' (Akis Bhai) করতে দেখা গেছে।

এদিকে কার্ল, নাম পরিবর্তনের এই ট্রেন্ডকে আরো ভাইরাল করতে সম্প্রতি একটা নতুন প্রতিযোগিতা শুরুর ঘোষণাও করেছেন। তিনি জানিয়েছেন, যেসকল নাথিং ভক্তরা তাদের X হ্যান্ডেলের নামের পাশে 'ভাই' যোগ করে @nothingindia -এ স্ক্রিনশট শেয়ার করবেন তাদের মধ্যে ১০ জন ভাগ্যবান ব্যক্তিদের নাথিং ফোন (২এ) বিনামূল্যে উপহার হিসাবে দেওয়া হবে। এক্ষেত্রে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ১লা মার্চ। মনে করা হচ্ছে, এই প্রতিযোগিতা বা নাম পরিবর্তনের ট্রেন্ড সবটাই আসন্ন স্মার্টফোনের প্রচারকার্যের একটা অংশ।

Nothing Phone (2a) এর সম্ভাব্য ফিচার ও দাম

সাম্প্রতিক কয়েকটি রিপোর্ট অনুযায়ী, নাথিং ফোন (২এ) মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭-ইঞ্চি OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বিকল্পের সাথে আসবে হয়তো। প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর ব্যবহার করা হতে পারে। আবার ফটো ও ভিডিওগ্রাফির জন্য উক্ত ফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে, যার প্রাইমারি সেন্সর হবে ৫০ মেগাপিক্সেলের। ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি সেন্সর দেখা যাবে। নাথিং ব্র্যান্ডের এই আসন্ন হ্যান্ডসেটে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নাথিং ওএস ২.৫ কাস্টম স্কিন প্রি-লোডেড থাকবে। তদুপরি পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৫০০ এমএএইচ / ৪.৮০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকতে পারে। এর সাথে সংস্থাটি তিন বছরের ওএস আপডেট প্রদান করবে হয়তো। এছাড়া সম্ভাবনা আছে ভারতের বাজারে Nothing Phone (2a) স্মার্টফোনের দাম ৩০,০০০-৩৫,০০০ টাকার মধ্যে রাখা হবে।

Show Full Article
Next Story