ফটোগ্রাফির জন্য সেরা, Nubia Focus Pro ক্যামেরা ফোন বাজারে লঞ্চ হল

Nubia Focus Pro 5G Launched in Indonesia - নুবিয়া ফোকাস প্রো ফোনে আছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফোনটি ৯২ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও দেয়‌।

Julai Mondal 10 Nov 2024 6:36 PM IST

নুবিয়া আজ ইন্দোনেশিয়ায় তাদের নতুন স্মার্টফোন হিসেবে Nubia Focus Pro লঞ্চ করল। চলতি বছরে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সর্বপ্রথম এর উপর থেকে পর্দা সরানো হয়েছিল। নতুন এই ফোনে ইউনিক ডিজাইন দেখা যাবে। সাথে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আবার এতে ফিজিক্যাল ও ভার্চুয়াল র‌্যাম মিলিয়ে মোট ২০ জিবি র‌্যাম রয়েছে। আসুন নুবিয়া ফোকাস প্রো এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

নুবিয়া ফোকাস প্রো এর ডিজাইন

নুবিয়ার নতুন ফোকাস প্রো স্মার্টফোনে ইউনিক ডিজাইন দেখা যাবে‌। এতে স্লাইডিং শর্টকাট বাটন উপস্থিত, যার মাধ্যমে দ্রুত ক্যামেরা, ফ্ল্যাশলাইট, ভয়েস রেকর্ডার ও সাউন্ড মোড এর সুবিধা পাওয়া যাবে। আবার পিছনে গোলাকার ক্যামেরা মডিউল লক্ষ্যণীয়।

নুবিয়া ফোকাস প্রো এর স্পেসিফিকেশন ও ফিচার

নুবিয়া ফোকাস প্রো ফোনে আছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফোনটি ৯২ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও দেয়‌। এতে লাইভ আইল্যান্ড ফিচার আছে, যেখান থেকে নোটিফিকেশন ও বিভিন্ন আপডেট পাওয়া যায়। পারফরম্যান্সের জন্য এতে ২.২ গিগাহার্টজ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ২০ জিবি ফিজিক্যাল + ভার্চুয়াল র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।

এদিকে ফটোগ্রাফির জন্য নুবিয়ার এই ডিভাইসে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন সহ ১০৮ মেগাপিক্সেল এআই প্রাইমারি ক্যামেরা উপস্থিত। কম আলোতেও এই ক্যামেরা দুর্দান্ত ছবি তুলতে পারবে। আবার রিয়ার ক্যামেরা ৪কে ভিডিও রেকর্ড করতে পারে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ব্যাটারির কথা বললে, নুবিয়া ফোকাস প্রো স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

দাম ও প্রাপ্যতা

আগেই বলেছি নুবিয়া ফোকাস প্রো ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে। তবে এর দাম বা সেলের তারিখ এখনও জানানো হয়নি। বলা হয়েছে, শীঘ্রই অনুমোদিত সেলারদের থেকে এর বিক্রি শুরু হবে।

Show Full Article
Next Story