Nubia Red Magic 7 Pro ট্রিপল রিয়ার ক্যামেরা ও Snapdragon 8 Gen 1 প্রসেসর সহ লঞ্চ হল, দাম ও ফিচার দেখে নিন

Nubia Red Magic 7 Pro গত ফেব্রুয়ারি মাসে Nubia Red Magic 7 এর সাথে চীনে লঞ্চ হয়েছিল। এখন প্রো ভ্যারিয়েন্টটি গ্লোবাল...
Julai Modal 13 April 2022 2:07 PM IST

Nubia Red Magic 7 Pro গত ফেব্রুয়ারি মাসে Nubia Red Magic 7 এর সাথে চীনে লঞ্চ হয়েছিল। এখন প্রো ভ্যারিয়েন্টটি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করল। এই ফোনে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ও ৬.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। আবার Nubia Red Magic 7 Pro এসেছে ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে। তবে চীনে যেখানে ফোনটি ১৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হয়েছিল, সেখানে গ্লোবাল ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

Nubia Red Magic 7 Pro এর দাম

নুবিয়া রেড ম্যাজিক ৭ প্রো ফোনের ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার (প্রায় ৬০,৭০০ টাকা)। আবার এর ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৮৯৯ ডলারে (প্রায় ৬৮,৫০০ টাকা)। আগামী ২৭ এপ্রিল থেকে ফোনটির সেল শুরু হবে।

উল্লেখ্য, চীনে Nubia Red Magic 7 Pro ফোনের ১২ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৪,৭৯৯ ইউয়ান (আনুমানিক ৫৬,৮৫০ টাকা)।

Nubia Red Magic 7 Pro এর স্পেসিফিকেশন

নুবিয়া রেড ম্যাজিক ৭ প্রো- তে ফুল এইচডি+ রেজোলিউশন সহ ৬.৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৯৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। ডিসপ্লেটি ৬০০ নিটস ব্রাইটনেস, ১০০ শতাংশ ডিসিআই পি৩ (DCI P3) কালার গ্যামট, ১০ বিট কালার, ডিসি ডিমিং সহ একাধিক ফিচার অফার করে। এই রেড ম্যাজিক ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ডিসপ্লের মধ্যে এম্বেড করা রয়েছে, যা হার্ট রেট পরিমাপক সেন্সর হিসেবেও কাজ করে। নুবিয়া রেড ম্যাজিক ৭ প্রো ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। আবার এতে পাওয়া যাবে ICE 9.0 কুলিং সিস্টেম। ফোনটি ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য, Red Magic 7 Pro ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। অন্য দুটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফোনের সামনে, ১৬ মেগাপিক্সেলের ইন-ডিসপ্লে সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি অফার করে। ফোনটির ওজন ২৩৫ গ্রাম।

Show Full Article
Next Story