Nubia Z40S Pro: সবচেয়ে সস্তা Snapdragon 8+ Gen 1 প্রসেসরের ফোন বাজারে আনল নুবিয়া

নুবিয়া হোম মার্কেট চীনে উন্মোচন করেছেন তাদের নতুন Nubia Z40S Pro হ্যান্ডসেটটি। এটি গত ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়া...
Ananya Sarkar 20 July 2022 7:56 PM IST

নুবিয়া হোম মার্কেট চীনে উন্মোচন করেছেন তাদের নতুন Nubia Z40S Pro হ্যান্ডসেটটি। এটি গত ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়া Qualcomm Snapdragon 8 Gen 1 চালিত Nubia Z40 Pro ফ্ল্যাগশিপ ফোনটির একটি আপডেটেড সংস্করণ। নয়া Z40S Pro আরও শক্তিশালী লেটেস্ট Snapdragon 8+ Gen 1 প্রসেসর দ্বারা চালিত। চীনের বাজারে এই নুবিয়া ফোনটির প্রারম্ভিক মূল্য মাত্র ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৪০,৩০০ টাকা), যা একে এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের Snapdragon 8+ Gen 1-চালিত স্মার্টফোন করে তুলেছে। এছাড়াও, Nubia Z40S Pro-এ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ওলেড ডিসপ্লে, ১৮ জিবি পর্যন্ত র‍্যাম, ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ৪,৬০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই হ্যান্ডসেটটি ৮০ ওয়াট ও ১২০ ওয়াট এই দুটি চার্জিং ভ্যারিয়েন্টে বাজারে উপলব্ধ এবং Nubia Z40S Pro-এর একটি লিং কেজ (Ling Cage) লিমিটেড এডিশনও পাওয়া যাবে। চলুন এই নয়া স্মার্টফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নুবিয়া জেড৪০এস প্রো-এর মূল্য ও লভ্যতা (Nubia Z40S Pro Price and Availability)

চীনে নুবিয়া জেড৪০এস প্রো (৮০ ওয়াট ভ্যারিয়েন্ট) চারটি কনফিগারেশনে এসেছে, এগুলি হল ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ। এই মডেলগুলির দাম যথাক্রমে ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৪০,৩০০ টাকা), ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪৩,৮১০ টাকা), ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,৫০০ টাকা), এবং ৪,৪৯৯ ইউয়ান (প্রায় ৫৩,৩০০ টাকা)।

আবার, নুবিয়া জেড৪০এস প্রো (১২০ ওয়াট) দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫১,০০০ টাকা) এবং ১৮ জিবি র‍্যাম + ১ টেরাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৬,৬৯৯ ইউয়ান (প্রায় ৭৯,৪০০ টাকা)। এই ফোনটি ম্যাজিক গ্রীন এবং ব্ল্যাক কালার অপশনে বাজারে উপলব্ধ।

এছাড়াও, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ নুবিয়া জেড৪০এস প্রো-এর একটি অ্যানিমে-ভিত্তিক লিং কেজ সীমিত-সংস্করণ মডেলও রয়েছে, যা একটি বিশেষ রিটেইল বক্সের সাথে আসবে। স্পেশাল এডিশনের মডেলটির দাম ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৫,৭০০ টাকা)। চীনে ২৬ জুলাই সকাল ১০ টায় (স্থানীয় সময়) জেড৪০এস প্রো হ্যান্ডসেটের প্রথম সেলটি অনুষ্ঠিত হবে।

নুবিয়া জেড৪০এস প্রো-এর স্পেসিফিকেশন এবং ফিচার (Nubia Z40S Pro Specifications and Features)

নুবিয়া জেড৪০এস প্রো-তে ৬.৬৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৪৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১,০০০ নিট পিক ব্রাইটনেস, ৩০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও এবং ১০০% ডিসিআই-পি৩ কালার গ্যামটের কভারেজ অফার করে। এতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেওয়া হয়েছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ১৮ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে। হিট ডিসিপেশনের জন্য, এটিতে একটি ৩,০৬২ মিলিমিটার² ভেপার চেম্বার ইউনিট রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাইওএস ১২ (MyOS 12) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Nubia Z40S Pro- এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে এফ/১.৬ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৮৭ প্রাইমারি ক্যামেরা সেন্সর উপস্থিত রয়েছে। এছাড়াও, এই ইউনিটে ১১৬ ডিগ্রী ফিল্ড-অফ-ভিউ সহ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স আছে, যা ২ সেমি ফোকাল লেন্থের সাথে ম্যাক্রো শট ক্যাপচার করার জন্য ব্যবহার করা যেতে পারে এবং এই লেন্সটি ৮কে ম্যাক্রো ভিডিও শুটিংও সাপোর্ট করে। অবশেষে, এতে একটি ৮ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা বর্তমান যা ওআইএস (OIS)-এর সাথে কাজ করে। Z40S উন্নত ছবি তোলার জন্য নুবিয়ার নিওভিশন (NEOVision) ক্যামেরা প্রযুক্তির সাথে এসেছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা মিলবে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Nubia Z40S Pro দুটি ব্যাটারি ভ্যারিয়েন্টে আসে। একটিতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর অপর ভ্যারিয়েন্টে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, Nubia Z40S Pro-এ ডুয়েল সিম সাপোর্ট, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.২, এনএফসি, জিপিএস এবং একটি ইউএসবি পোর্ট অন্তর্ভুক্ত রয়েছে। এই ফোনটির পরিমাপ ১৬১.২৭x ৭৩.৯৫ x ৮.০৫ মিলিমিটার এবং ওজন প্রায় ২০৫ গ্রাম।

Show Full Article
Next Story