Nubia Z50: সাধ্যের মধ্যে প্রিমিয়াম ফিচার, নুবিয়া লঞ্চ করল ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ ফ্ল্যাগশিপ ফোন

আজ অর্থাৎ ১৯শে ডিসেম্বর শেনঝেন-ভিত্তিক টেক ব্র্যান্ড Nubia তাদের হোম-মার্কেটে Nubia Z50 স্মার্টফোন লঞ্চ করল। এই লেটেস্ট...
SUPARNA 19 Dec 2022 8:22 PM IST

আজ অর্থাৎ ১৯শে ডিসেম্বর শেনঝেন-ভিত্তিক টেক ব্র্যান্ড Nubia তাদের হোম-মার্কেটে Nubia Z50 স্মার্টফোন লঞ্চ করল। এই লেটেস্ট মডেলটি তুলনামূলক কম দামে 'ফ্ল্যাগশিপ লেভেল' ফিচার অফার করবে। এক্ষেত্রে আলোচ্য ফোনটি নতুন ডিজাইনের পাশাপাশি আপগ্রেডেড ক্যামেরা ফ্রন্ট এবং ফিচারের সাথে এসেছে। যেমন এতে - FHD+ ডিসপ্লে প্যানেল, ৬৪ মেগাপিক্সেল মুখ সেন্সর সমন্বিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট, ভিসি কুলিং সিস্টেম এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। আবার ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক কাস্টম স্কিনে রান করবে। চলুন নবাগত Nubia Z50 স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

নুবিয়া জেড৫০ -এর স্পেসিফিকেশন (Nubia Z50 Specifications)

ডিজাইনের নিরিখে নুবিয়া জেড৫০, মেটাল ফ্রেম পরিবেষ্টিত গ্লাস স্যান্ডউইচ বডির সাথে এসেছে। যদিও এই মডেলের একটি লেদার সংস্করণও পাওয়া যাবে। অন্যদিকে জেড-লাইনআপ অন্তর্ভুক্ত অন্যান্য মডেলের তুলনায় এটির রিয়ার ক্যামেরা ইউনিটের অবস্থান সম্পূর্ণ আলাদা থাকছে।

আ্য আলোচ্য স্মার্টফোনে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০x১০৮০ পিক্সেল) কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে - ১০ বিট কালার ডেপ্থ, ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ১০০% DCI-P3 কালার গ্যামেট, ৩০০০০০০:১ কনট্রাস্ট রেশিও, এবং ১০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য হ্যান্ডসেটটির পিছনে একটি ডুয়াল ক্যামেরা সিস্টেম বিদ্যমান। যার প্রাইমারি সেন্সরটি ৩৫মিমির লেন্স, এফ/১.৬ অ্যাপারচার এবং OIS প্রযুক্তি সমর্থিত ৬৪ মেগাপিক্সেলের Sony IMX787 প্রাইমারি সেন্সর৷ আর সেকেন্ডারি ক্যামেরাটি হল ৫০ মেগাপিক্সেলের Samsung S5KJN1 সেন্সর, যা ১১৬° আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ম্যাক্রো শটের জন্য অটোফোকাস সাপোর্ট করে। এই দুটি রিয়ার ক্যামেরা রিং-LED লাইট এবং মাল্টি-চ্যানেল স্পেকট্রাল সেন্সর দ্বারা পরিবেষ্টিত। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে সংস্থার নিজস্ব 'নিওভিশন ইমেজিং অ্যালগরিদম' সমর্থিত ১৬ মেগাপিক্সেলের OmniVision OV16A1Q ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

পারফরম্যান্সের জন্য Nubia Z50 স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাইওএস ১৩ (MyOS) কাস্টম স্কিনে রান করে। আবার স্টোরেজ হিসাবে ডিভাইসে ১৬ জিবি পর্যন্ত LPDDR5x র‌্যাম এবং সর্বোচ্চ ১ টেরাবাইট UFS 4.0 রম বর্তমান। অন্যান্য ফিচারের কথা বললে, আলোচ্য মডেলটি একটি এক্স-এক্সিস লিনিয়ার ভাইব্রেশন মোটর, ভিসি কুলিং সিস্টেম এবং ডুয়াল স্টেরিও স্পিকার সহ এসেছে। পরিশেষে নুবিয়া জেড৫০ স্মার্টফোনে ৮০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

নুবিয়া জেড৫০ -এর দাম (Nubia Z50 Price)

সদ্য আগত নুবিয়া জেড৫০ স্মার্টফোনকে চীনের বাজারে নিম্নলিখিত বিক্রয় মূল্যের সাথে পাওয়া যাবে -

৮ জিবি র‌্যাম+১২৮ জিবি স্টোরেজ – ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,৫০০ টাকা)
৮ জিবি র‌্যাম+২৫৬ জিবি স্টোরেজ – ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৪০,২০০ টাকা)
১২ জিবি র‌্যাম+২৫৬ জিবি স্টোরেজ – ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪৩,৭০০ টাকা)
১২ জিবি র‌্যাম+৫১২ জিবি স্টোরেজ – ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,৩০০ টাকা)
১৬ জিবি র‌্যাম+১ টেরাবাইট স্টোরেজ – ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭১,০০০ টাকা)

আলোচ্য হ্যান্ডসেটটি - হোয়াইট, ব্ল্যাক, ও গ্রীন লেদার কালার বিকল্পে পাওয়া যাবে। এটি ইতিমধ্যেই চীনে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং আগামী ২৩শে ডিসেম্বর থেকে এর ফার্স্ট সেল পর্ব শুরু হবে৷ যদিও ভারত সহ বিশ্ববাজারে নুবিয়া জেড৫০ স্মার্টফোনকে কতদিনে অফিসিয়াল করা হবে সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি৷ তবে এক্ষেত্রে সম্ভাবনা আছে উক্ত মডেলটিকে চীনের বাইরে লঞ্চ নাও করা হতে পারে।

Show Full Article
Next Story