Nubia Z60 Fold: ফোল্ডেবল ফোনের জগতে ZTE, চমকে ভরা প্রথম মডেল, লঞ্চ এ বছরেই

ক্রেতাদের মধ্যে চাহিদা লক্ষ্য করে বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড বাজারে নতুন ফোল্ডেবল হ্যান্ডসেট নিয়ে আসছে। ফলে বর্তমানে...
Ananya Sarkar 13 May 2023 4:28 PM IST

ক্রেতাদের মধ্যে চাহিদা লক্ষ্য করে বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড বাজারে নতুন ফোল্ডেবল হ্যান্ডসেট নিয়ে আসছে। ফলে বর্তমানে প্রোডাক্ট লঞ্চের পরিপ্রেক্ষিতে, ফোল্ডেবল ফোনের বাজার ক্রমেই বড় হচ্ছে। বিগত কয়েক বছর ধরে, স্যামসাং (Samsung) তাদের Galaxy Z Fold এবং Z Flip সিরিজ দিয়ে ফোল্ডেবলের বাজারে আধিপত্য বিস্তার করে ছিল। তবে, বর্তমানে মোটোরোলা (Motorola), হুয়াওয়ে (Huawei), ওপ্পো (Oppo), টেকনো (Tecno) এবং ভিভো (Vivo)-এর মতো ব্র্যান্ডগুলি এই সেগমেন্টে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটিকে টক্কর দিতে শুরু করেছে। গুগল (Google)-ও সম্প্রতি তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, Pixel Fold লঞ্চ করেছে। আর এখন শোনা যাচ্ছে নুবিয়া তাদের আসন্ন Nubia Z60 Fold-এর সাথে ফোল্ডেবল ডিভাইসের বাজারে প্রবেশ করার পরিকল্পনা করছে। কোম্পানিটি এই বিষয়ে বিস্তারিত কিছু নিশ্চিত করেনি। তবে, একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে Nubia Z60 Fold-এর ওপর কাজ চলছে। সঙ্গে স্পেসিফিকেশনও সামনে এসেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Nubia Z60 Fold লঞ্চের টাইমলাইন এবং স্পেসিফিকেশন

নুবিয়া জেড৬০ ফোল্ড চলতি বছরের শেষে বিভিন্ন বাজারে লঞ্চ হবে বলে জানা গেছে। প্রাইসবাবা ও টিপস্টার পারস গুগলানি যৌথভাবে এই ফোল্ডেবল হ্যান্ডসেটের লঞ্চের টাইমলাইন এবং মূল বৈশিষ্ট্যগুলি প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, নুবিয়া জেড৬০ ফোল্ড চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিকে লঞ্চ হবে। এই ফোনটি তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তবে, ডিভাইসের সঠিক শেড সম্পর্কে এখনও কোনও তথায সামনে আসেনি। নুবিয়া জেড৬০ NX801J মডেল নম্বরটি বহন করে বলে জানা গেছে।

এছাড়াও, পারস গুগলানি জানিয়েছেন যে ফোনটিতে বড় ৭.৩ ইঞ্চির ফোল্ডেবল অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। তবে এটি স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং পিক্সেল ফোল্ড-এর ফোল্ডেবল ডিসপ্লের থেকে সামান্য ছোট। নুবিয়া জেড৬০ ফোল্ডের কভার ডিসপ্লের স্পেসিফিকেশনের বিষয়ে রিপোর্টে কিছু উল্লেখ করা হয়নি।

উন্নত পারফরম্যান্সের জন্য, Nubia Z60 Fold একটি অঘোষিত স্ন্যাপড্রাগন ৮ সিরিজ চিপসেট দ্বারা চালিত হবে বলে জানা গেছে। আপাতত অনলাইনে উপলব্ধ তথ্যের ভিত্তিতে, কোয়ালকম কোনও স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ২ প্রসেসর লঞ্চ করবে না। পরিবর্তে, কোয়ালকম এবছরের শেষের দিকে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটটি বাজারে আনবে বলে শোনা যাচ্ছে। তাই সম্ভবত, Z60 Fold এই তৃতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ সিরিজের চিপের সাথে আসবে। তবে, প্রতিবেদনে প্রসেসরের বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি। গুগলানি এর সাথে যোগ করেছেন যে, Z60 Fold-এ ১২ জিবি র‍্যাম পাওয়া যাবে। ফোল্ডেবল ফোনটি দুটি স্টোরেজ অপশনে আসবে। এর বেস মডেলটিতে ২৫৬ জিবি স্টোরেজ থাকবে, যেখানে উচ্চতর স্টোরেজ বিকল্পটি ৫১২ জিবি স্টোরেজ অফার করবে।

এছাড়াও টিপস্টার জানিয়েছেন যে, পাওয়ার ব্যাকআপের জন্য Nubia Z60 Fold-এ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হবে। এই তথ্যটি সত্য হলে, এখনও পর্যন্ত বাণিজ্যিক বাজারে লঞ্চ হওয়া যেকোনও ফোল্ডেবল ফোনের মধ্যে এটিই হবে সবচেয়ে বড় ব্যাটারি চালিত হ্যান্ডসেট। প্রসঙ্গত, সদ্য উন্মোচিত Pixel Fold-এ বর্তমানে ৪,৮২১ এমএএইচ ব্যাটারি রয়েছে। Z60 Fold সম্ভবত ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে, যেটিও এখনও পর্যন্ত ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে সবচেয়ে দ্রুত চার্জিং গতি।

উল্লেখ্য, Nubia Z60 Fold-এর লঞ্চের বিষয়ে সংস্থার পক্ষ থেকে এখনও কিছুই নিশ্চিত করা হয়নি। এটি এবছরের চতুর্থ ত্রৈমাসিকে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। তবে, এই ফোল্ডেবল ফোনটির থেকে ভারতীয় ক্রেতারা বঞ্চিত হতে পারেন, কারণ নুবিয়া এখনও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজারে তাদের ফোন লঞ্চ করে না।

Show Full Article
Next Story