Nubia Z70 Ultra গ্লোবাল মার্কেটে ঝড় তুলতে লঞ্চ হল, লুকানো সেলফি ক্যামেরা সহ রয়েছে 6150mAh ব্যাটারি

নুবিয়া চীনের পর এবার গ্লোবাল মার্কেটে লঞ্চ করলো তাদের লেটেস্ট ফ্লাগশিপ ডিভাইস, Nubia Z70 Ultra। এতে শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা সিস্টেম, বিশাল ব্যাটারি সহ একাধিক উল্লেখযোগ্য স্পেসিফিকেশন রয়েছে।

Ananya Sarkar 28 Nov 2024 11:58 AM IST

মাত্র কয়েকদিন আগেই নুবিয়া তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ, Nubia Z70 Ultra স্মার্টফোনটিকে চীনা বাজারে লঞ্চ করেছিল। আর এখন এই হ্যান্ডসেটটি গ্লোবাল মার্কেটে পা রেখেছে। নুবিয়া জেড৭০ আল্ট্রার গ্লোবাল মডেলটিও চীনা সংস্করণের মতো ওলেড (OLED) ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডায়নামিক ক্যামেরা সিস্টেম এবং বিশাল ৬,১৫০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে এসেছে। আসুন গ্লোবাল মার্কেটে ফোনটির দাম এবং এর সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

Nubia Z70 Ultra ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নুবিয়া জেড৭০ আল্ট্রা হ্যান্ডসেটে ৬.৮৫ ইঞ্চির ১.৫কে ওলেড বিওই কিউ৯+ ডিসপ্লে রয়েছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৯৫.৩% স্ক্রিন-টু-বডি রেশিও এবং ৯৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। স্ক্রিনটি ১০-বিট কালার ডেপ্থ সাপোর্ট করে এবং ভাইব্র্যান্ট ভিজ্যুয়ালগুলির জন্য ডিসিআই-পি৩ কালার গ্যমট সম্পূর্ণরূপে কভার করে। ডিসপ্লের পিক ব্রাইটনেস ২,০০০ নিট পর্যন্ত পৌঁছাতে পারে এবং এতে চোখের আরাম বাড়ানোর জন্য ডিসি ডিমিং এবং ২,৫৯২ হার্টজ পিডাব্লিউএম ডিমিং অন্তর্ভুক্ত রয়েছে।

পারফরম্যান্সের জন্য, নুবিয়া জেড৭০ আল্ট্রা ফোনটি লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট দ্বারা চালিত, যা অ্যাড্রেনো ৮৩০ জিপিইউ-এর সাথে যুক্ত। এগুলি গেমিং, মাল্টিটাস্কিং এবং ইন্টেন্স অ্যাপ্লিকেশনগুলির জন্য শক্তিশালী কর্মক্ষমতা নিশ্চিত করে। ফোনটি সর্বোচ্চ ২৪ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং দ্রুত ডেটা ট্রান্সফারের জন্য ইউএফএস ৪.০ ব্যবহার করে ১ টিবি পর্যন্ত স্টোরেজ বিকল্প অফার করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নেবুলা এআইওএস (Nebula AIOS) কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।

নুবিয়া জেড৭০ আল্ট্রা ফোনে দুর্দান্ত ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে এফ/১.৫৯ থেকে এফ/৪.০ পর্যন্ত ভ্যারিয়েবল অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। প্রধান ক্যামেরাটি ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং ম্যাক্রো কার্যকারিতা সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্সের সাথে যুক্ত, যা বিস্তৃত দৃশ্য এবং ক্লোজ-আপগুলি ক্যাপচার করতে পারে।

এছাড়াও, এতে ওআইএস সহ ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স অন্তর্ভুক্ত থাকবে, যা চিত্তাকর্ষক জুম ক্ষমতা সাপোর্ট করে। সেলফির জন্য, ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল আন্ডার-ডিসপ্লে ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, নুবিয়া জেড৭০ আল্ট্রায় শক্তিশালী ৬,১৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা দীর্ঘস্থায়ী ব্যবহার নিশ্চিত করে। এটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা ডিভাইসটিকে দ্রুত গতিতে চার্জ করতে পারে।

ডিভাইসটিতে ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং প্রাপ্ত বডি রয়েছে। এটি ৫জি, লেটেস্ট ওয়াই-ফাই ৭ এবং ব্লুটুথ ৫.৪ সহ বিভিন্ন কানেক্টিভিটি অপশনের সাথে এসেছে৷ নুবিয়া জেড৭০ আল্ট্রা ফোনে উন্নত অডিও এক্সপেরিয়েন্সের জন্য ডিটিএস:এক্স আল্ট্রা এবং তিনটি মাইক্রোফোন সহ ডুয়েল স্পিকার অন্তর্ভুক্ত রয়েছে।

Nubia Z70 Ultra ফোনের মূল্য এবং লভ্যতা

নুবিয়া জেড৭০ আল্ট্রা ব্ল্যাক, ইয়েলো এবং ব্লু কালারে পাওয়া যাবে। এটি একাধিক কনফিগারেশনে উপলব্ধ। ফোনটির ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম মার্কিন যুক্তরাষ্ট্রে ৭২৯ ডলার (প্রায় ৬১,৬০০ টাকা), যুক্তরাজ্যে ৬৪৯ পাউন্ড (প্রায় ৬৯,৪২০ টাকা) এবং ইউরোপিয়ান ইউনিয়নে ৭৪৯ ইউরো (প্রায় ৬৬,৭৬০ টাকা)। ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম আমেরিকায় ৮২৯ ডলার (প্রায় ৭০,০০০ টাকা), যুক্তরাজ্যে ৭৪৯ পাউন্ড (প্রায় ৮০,১১০ টাকা) এবং ইউরোপিয়ের অন্যান্য অঞ্চলে ৮৪৯ ইউরো (প্রায় ৭৫,৭০০ টাকা)।

এদিকে, ব্লু এডিশনে (স্টারি নাইট) ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম একটু বেশি, মার্কিন যুক্তরাষ্ট্রে ৮৪৯ ডলার (প্রায় ৭১,৭১০ টাকা), যুক্তরাজ্যে ৭৬৯ পাউন্ড (প্রায় ৮২,২৫০ টাকা) এবং ইউরোপিয়ান ইউনিয়নে ৮৬৯ ইউরো (প্রায় ৭৭,৪৫০ টাকা)। শীর্ষ ২৪ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি প্রায় ৯৪৯ ডলার (প্রায় ৮০,২০০ টাকা), ৮৯৯ পাউন্ড (প্রায় ৯৬,২০০ টাকা) এবং ৯৬৯ ইউরো (প্রায় ৮৬,৪০০ টাকা) মূল্যে উপলব্ধ। নুবিয়া জেড৭০ আল্ট্রার প্রি-অর্ডার প্রক্রিয়া বর্তমানে নুবিয়া অফিসিয়াল ওয়েবসাইটে চলছে। গ্লোবাল মার্কেটে এর সেল ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

Show Full Article
Next Story