71 হাজার টাকা ছাড়, 200MP ক্যামেরার Samsung Galaxy S23 Ultra ফোন বিরাট সস্তায়

ফ্লিপকার্ট সস্তায় স্যামসাং গ্যালাক্সি S23 আল্ট্রা কেনার দুর্দান্ত সুযোগ দিচ্ছে। Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনের 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 149999 টাকা, তবে আপনি এখন শপিং সাইট থেকে 47% এর ফ্ল্যাট ডিসকাউন্টে এটি কিনতে পারবেন।

Ankita Mondal 8 Dec 2024 4:13 PM IST

যখনই ক্যামেরা কেন্দ্রিক স্মার্টফোনের কথা বলা হয়, তখনই উপরের সারিতে নাম থাকে Samsung Galaxy S23 Ultra এর। এতে রয়েছে 200 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। তাই আপনি যদি ক্যামেরা সেগমেন্টে সেরা ফোন খুঁজে থাকেন তাহলে এই ডিভাইসটি কিনতে পারেন। দুর্দান্ত ক্যামেরা ছাড়াও এতে প্রিমিয়াম ডিজাইনের পাশাপাশি ফ্ল্যাগশিপ লেভেল ফিচার পাওয়া যাবে। আর ফ্লিপকার্ট এখন Samsung Galaxy S23 Ultra ফোনটি কম দামে কেনার সুযোগ দিচ্ছে। প্রায় অর্ধেক দামে পাওয়ারফুল প্রসেসরের এই ডিভাইসটি নিজের করা যাবে।

ফের কমলো Samsung Galaxy S23 Ultra এর দাম

ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট সস্তায় স্যামসাং গ্যালাক্সি S23 আল্ট্রা কেনার দুর্দান্ত সুযোগ দিচ্ছে। এই স্মার্টফোনের 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 149999 টাকা, তবে আপনি এখন শপিং সাইট থেকে 47% এর ফ্ল্যাট ডিসকাউন্টে এটি কিনতে পারবেন। আজ্ঞে হ্যাঁ! স্যামসাং গ্যালাক্সি S23 আল্ট্রা মাত্র 78,890 টাকায় তালিকাভুক্ত আছে। গ্রীন কালার ভ্যারিয়েন্ট এই অফারের সাথে কেনা যাবে।

এছাড়া আপনি ব্যাঙ্ক অফারে সুবিধা নিয়ে আরও কম দামে ডিভাইসটি কিনতে পারবেন। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 5% অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এর পাশাপাশি, স্মার্টফোনটি মাসিক 3,165 টাকা ইএমআই দিয়েও কেনা যাবে।

Samsung Galaxy S23 Ultra স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি S23 আল্ট্রা ডিভাইসে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে গ্লাস ব্যাক প্যানেল ডিজাইন। এতে 6.8-ইঞ্চি ডায়নামিক AMOLED ডিসপ্লে পাওয়া যাবে যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লে 1750 নিট ব্রাইটনেস অফার করবে। সফটওয়্যারের কথা বললে, স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক অপারেটিং সিস্টেম সহ লঞ্চ হলেও লেটেস্ট ওএস পাওয়া যাবে।

হাই স্পিড পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফ্ল্যাগশিপ ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত বড় স্টোরেজ সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনের রিয়ার প্যানেলে চারটি ক্যামেরা দেওয়া হয়েছে, যাতে রয়েছে 200+10+10+12 মেগাপিক্সেল সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য স্যামসাং গ্যালাক্সি S23 আল্ট্রা ফোনে পাওয়া যাবে 12 মেগাপিক্সেল ফ্রন্ট পাবেন। পাওয়ার দেওয়ার জন্য এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story