এত ছাড় আর পাওয়া যাবে না, OnePlus এর এই 5G ফোনগুলি কিনুন বাম্পার ডিসকাউন্টে
আপনারা যদি সস্তায় একটি OnePlus ব্র্যান্ডিংয়ের প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চান, তাহলে এই ভাবনাকে বাস্তবায়িত করার জন্য...আপনারা যদি সস্তায় একটি OnePlus ব্র্যান্ডিংয়ের প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চান, তাহলে এই ভাবনাকে বাস্তবায়িত করার জন্য আপনাদের হাতে সময় খুবই কম আছে! কেননা গত ২৩শে সেপ্টেম্বর থেকে চলমান 'Amazon Great Indian Festival Sale' আগামী ২৩শে অক্টোবর অন্তিমদিনে পা রাখতে চলেছে৷ আর সেল শেষ হয়ে গেলেই যাবতীয় অফার ও ডিল হাতছাড়া হয়ে যাবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, OnePlus 10 Pro 5G এবং OnePlus 10T 5G স্মার্টফোনকে বর্তমানে উক্ত সেলটির অংশ হিসাবে 'Now or Never Deal' অফারের অধীনে ভারী ডিসকাউন্ট সহ বিক্রি করা হচ্ছে। তবে ডিসকাউন্ট ছাড়াও, নানাবিধ ব্যাঙ্ক অফার, অতিরিক্ত অফ এবং এক্সচেঞ্জ বোনাসের মতো বিকল্পও উপলব্ধ। ফলে যাবতীয় ছাড় এবং অফারের লাভ ওঠাতে পারলে আলোচ্য দুটি 5G-এনাবল হ্যান্ডসেটকে প্রায় ৩৯,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করে বাড়ি নিয়ে আসতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে এবার Amazon Great Indian Festival Sale -এ OnePlus 10 Pro 5G এবং OnePlus 10T 5G স্মার্টফোনের সাথে কি কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।
Amazon Great Indian Festival Sale -এ OnePlus 10 Pro 5G ও OnePlus 10T 5G স্মার্টফোনের উপর অফার
ওয়ানপ্লাস ১০ প্রো ৫জি স্মার্টফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ৬৬,৯৯৯ টাকা। কিন্তু চলমান অ্যামাজন সেল থেকে এটিকে ফ্লাট ৫,০০০ টাকা ডিসকাউন্ট সহ মাত্র ৬১,৯৯৯ টাকায় কেনা যাবে। অফারের কথা বললে, যেসকল গ্রাহকেরা CITI, ICICI বা Kotak ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করবেন, তাদের ৬,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। শুধু তাই নয়, উল্লেখিত ব্যাঙ্কগুলির কার্ড হোল্ডাররা অতিরিক্তভাবে আরো ৫,০০০ টাকা ছাড় হস্তগত করতে পারবেন। ফলে এই সমস্ত অফারের সাথে ফোনটিকে মোট ১৬,০০০ টাকা সাশ্রয় করে কেনা সম্ভব। এছাড়া, পুরানো ফোনের বিনিময়ে ওয়ানপ্লাসের এই স্মার্টফোন কিনলে ২২,২০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, ই-কমার্স সাইটটি নির্বাচিত কিছু হ্যান্ডসেটের সাথে ১০,০০০ টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টও দিচ্ছে।
অন্যদিকে, OnePlus 10T ফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ৪৯,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। কিন্তু গ্রেড ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের মাধ্যমে এটিকে ফ্লাট ৫,০০০ ডিসকাউন্ট সহ মাত্র ৪৪,৯৯৯ টাকায় পকেটস্থ করা যাবে। তবে আপনারা যদি CITI, ICICI বা Kotak ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করেন তাহলেই শুধুমাত্র উল্লেখিত পরিমাণ ছাড় পাবেন। পূর্ববর্তী মডেলের ন্যায়, উক্ত ব্যাঙ্ক তিনটির কার্ড ব্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রে বিশেষ অফারের অধীনে ধার্য মূল্যের উপর অতিরিক্তভাবে আরো ৪,০০০ টাকা অফ দেওয়া হবে। এই প্রত্যেকটি অফারের সাথে আলোচ্য ৫জি ফোনটিকে আপনারা ৯,০০০ টাকা সস্তায় কিনতে পারবে। তদুপরি, ১৭,২০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের বিকল্পও উপলব্ধ ফোনটির সাথে। আবার এই অনলাইন শপিং পোর্টালটি নির্বাচিত কিছু হ্যান্ডসেটের সাথে ৫,০০০ টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে।
OnePlus 10 Pro -এর স্পেসিফিকেশন
ডুয়েল সিমের ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে দেখা যাবে গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৭ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস (৩,২১৬ x ১,৪৪০ পিক্সেল) এলটিপিও ২.০ ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে, ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট (১ হার্টজ- ১২০ হার্টজ), ৯২.৭% স্ক্রিন-টু-বডি রেশিও ও ১০ বিট কালার ডেপ্থ অফার করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য, এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেন ওএস ১২ (OxygenOS 12) ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। তদুপরি, সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।
ওয়ানপ্লাস ১০ প্রো স্মার্টফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল - ৪৮ মেগাপিক্সেল Sony IMX789 সেন্সর, ১৫০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL J1 আল্ট্রা-ওয়াইড লেন্স এবং OIS ও ৩.৩এক্স অপটিক্যাল জুম সহ ৮ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। আবার, ডিসপ্লের পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 সেলফি ক্যামেরা উপস্থিত। ব্যাটারির কথা বললে, ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ডুয়েল সেল ব্যাটারি রয়েছে, যা ৮০ ওয়াট সুপারভোক এবং ৫০ ওয়াট এয়ারভোক ফাস্ট চার্জিং প্রযুক্তির সমর্থন সহ এসেছে। এই ফোনে রিভার্স ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। সংস্থার দাবি অনুসারে, সুপারভুক টেকনোলজি মাত্র ৩২ মিনিটে ফোনকে ফুল চার্জ করে দেবে। আবার এয়ারভুকের সাহায্যে ৪৭ মিনিটে ফোনটি ১০০% চার্জ হবে।
OnePlus 10T -এর স্পেসিফিকেশন
ডুয়েল-সিমের (ন্যানো) ওয়ানপ্লাস ১০টি স্মার্টফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪১২ পিক্সেল) ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা লো-টেম্পারেচার পলিক্রিস্টালাইন অক্সাইড (LTPO) প্রযুক্তির ওপর ভিত্তি করে নির্মিত। এই ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত এবং ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, এসআরজিবি (sRGB) কালার গ্যামেট, ১০-বিট কালার ডেপ্থ এবং এইচডিআর১০+ টেকনোলজি সাপোর্ট করে। এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ অক্টা কোর প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনওএস ১২.১ (OxygenOS 12.1) কাস্টম স্কিন পাওয়া যাবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, OnePlus 10T স্মার্টফোনে ডুয়াল এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল Sony IMX769 প্রাইমারি সেন্সর, ১১৯.৯-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। আবার, ডিভাইসের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। তদুপরি, নিরাপত্তার জন্য এই ফ্ল্যাগশিপ ফোনের ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার মিলবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, ওয়ানপ্লাস ১০টি ফোনে ৪,৮০০ এমএএইচ ক্যাপাসিটির ডুয়েল-সেল ব্যাটারি আছে, যা ১৫০ ওয়াট সুপারভোক এন্ডিওরেন্স এডিশন ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।