সরাসরি 10 হাজার টাকা ছাড়ে মিলছে OnePlus-এর এই 5G ফোন, কোম্পানির ভুল নাকি অন্য কিছু?

এখন নতুন ফোন বাজারে আসার সাথে সাথেই ব্র্যান্ডগুলির তুলনামূলক পুরোনো তথা বিদ্যমান স্মার্টফোনগুলি সস্তা হয়ে যায় – তাতে...
Anwesha Nandi 26 Feb 2024 8:59 AM IST

এখন নতুন ফোন বাজারে আসার সাথে সাথেই ব্র্যান্ডগুলির তুলনামূলক পুরোনো তথা বিদ্যমান স্মার্টফোনগুলি সস্তা হয়ে যায় – তাতে কোনো সেল চলুক বা না চলুক। সেক্ষেত্রে আপনি যদি দীর্ঘ সময় ধরে OnePlus-এর ফোন কেনার পরিকল্পনায় থাকেন, আবার আপনার টাকা বাঁচানোরও ইচ্ছে থাকে তাহলে আজ রয়েছে এমনই একটি দারুণ অফারের সন্ধান। আসলে এই কোম্পানির অন্যতম জনপ্রিয় ফোন OnePlus 10R 5G বর্তমানে Amazon India-য় সরাসরি ১০ হাজার টাকা কম দামে পাওয়া যাচ্ছে। আর বিশেষত্ব বলতে এতে আছে 80W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট, 5000 mAh পর্যন্ত ব্যাটারি, 50MP ক্যামেরার মতো ফিচার। অতএব, কম দামে বাজিমাত করতে চাইলে পুরোটা পড়ুন…

সেল ছাড়াই ১০ হাজার টাকা ছাড়ে মিলছে OnePlus 10R 5G ফোন

ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) এমনিতে ৩৮,৯৯৯ টাকা, তবে অ্যামাজনে এখন এটি পুরো ১০,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্টে ২৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে অতিরিক্ত ১,৭৫০ টাকার ডিসকাউন্ট পাবেন। তবে এতে কোনো এক্সচেঞ্জ অফার নেই।

এছাড়াও মনে রাখতে হবে যে এই অফার কেবল ফোনটির সিয়েরা ব্ল্যাক (Sierra Black) কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ, অন্যান্য মডেলগুলি এখনও ৩৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এগুলিতেও একই কিন্তু অফার রয়েছে, তবে সাথে আছে ৩৩,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও (শর্তাবলি প্রযোজ্য)।

oneplus-10r-5g-now-available-in-10000-rs-discount-amazon-offer

OnePlus 10R 5G-এর স্পেসিফিকেশন

তথাকথিত 'পুরোনো' ওয়ানপ্লাস ১০আর ৫জি স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল) আইরিশ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর, যার সাথে মিলবে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে সর্বোচ্চ ৮০ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। আবার, ফটোগ্রাফির জন্য এই ওয়ানপ্লাস ফোনটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার সেটআপ অফার করবে। সাথে থাকবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।

(বি:দ্র: প্রতিবেদনটি লেখার সময় এই অফার উপলব্ধ ছিল এবং ফোনটির স্টকও সীমিত ছিল, তাই পরে এর রকম-ফের হতে পারে!)

Show Full Article
Next Story