লঞ্চের পর প্রথমবার এত সস্তা, দাম কম থাকতে থাকতে 80W চার্জিং ফিচারের এই দুর্ধর্ষ ফোন কিনে ফেলুন
গত বছর এপ্রিল মাসে OnePlus 10R 5G ভারতের বাজারে লঞ্চ হয়েছিল। ফোনটিতে MediaTek Dimensity 8100 Max প্রসেসর রয়েছে। এটি দুটি...গত বছর এপ্রিল মাসে OnePlus 10R 5G ভারতের বাজারে লঞ্চ হয়েছিল। ফোনটিতে MediaTek Dimensity 8100 Max প্রসেসর রয়েছে। এটি দুটি ব্যাটারি অপশনে পাওয়া যায়, যার মধ্যে একটিতে ১৫০ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, এবং অপরটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বাজারে পা রেখেছে। আর এখন, OnePlus 10R-এর ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ভ্যারিয়েন্টটি অ্যামাজনে বিশেষ ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। মডেলটির দাম আরও কমিয়ে আনতে এই ছাড়ের পাশপাশি কোম্পানির তরফে অতিরিক্ত অফারও ঘোষণা করা হয়েছে। আসুন তাহলে এগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ভারতে OnePlus 10R 5G-এর মূল্য ও লভ্যতা
ওয়ানপ্লাস ১০আর ৫জি ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ - এই দুটি বিকল্পে ভারতের বাজার উপলব্ধ। মডেলগুলির দাম যথাক্রমে ৩৪,৯৯৯ টাকা এবং ৩৮,৯৯৯ টাকা। তবে এখন, ফোনটিকে ৪,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট কুপন সহ অ্যামাজন-এ তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়াও, আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ওয়ানপ্লাস ১০আর কেনার সময় ২,০০০ টাকা ছাড় পেতে পারেন, যা কার্যকরভাবে ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকায় নামিয়ে আনবে৷
অন্যদিকে, ডিভাইসটির উচ্চতর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি সর্বনিম্ন ৩২,৯৯৯ টাকায় পাওয়া যাবে। ওয়ানপ্লাস ১০আর ৫জি-কে ফরেস্ট গ্রিন, প্রাইম ব্লু এবং সিয়েরা ব্ল্যাক- এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে।
OnePlus 10R 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার
ওয়ানপ্লাস ১০আর ৫জি-তে ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪১২ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ৭২০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। এটি ২.৫ডি (2.5D) কার্ভড কর্নিং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা সহ এসেছে৷ ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০-ম্যাক্স প্রসেসর দ্বারা চালিত, যা সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ ইনবিল্ট স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। ডুয়েল ন্যানো সিম-সাপোর্টেড স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেন ওএস ১২.১ (OxygenOS 12.1) ইউজার ইন্টারফেসে রান করে।
ক্যামেরার ক্ষেত্রে, OnePlus 10R 5G-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ২ মেগাপিক্সেলের জিসি০২এম১ ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল এস৫কে৩পি৯ সেন্সর অবস্থান করছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 10R 5G-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৮০ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটিতে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে এবং নিরাপত্তার জন্য, ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও অন্তর্ভুক্ত রয়েছে৷ এছাড়াও ফোনটি ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/ এ-জিপিএস এবং এনএফসি সংযোগ সাপোর্ট করে৷