সবচেয়ে সস্তায় কিনুন OnePlus এর এই দুই 5G স্মার্টফোন, Amazon ফ্রিডম সেলে বাম্পার অফার
জনপ্রিয় শপিং সাইট অ্যামাজনে শুরু হয়েছে Amazon Great Freedom Festival Sale 2023। এই সেল চলবে ৪ আগস্ট থেকে ৮ আগস্ট...জনপ্রিয় শপিং সাইট অ্যামাজনে শুরু হয়েছে Amazon Great Freedom Festival Sale 2023। এই সেল চলবে ৪ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত। আর আপনি যদি OnePlus-এর অনুরাগী হন, তাহলে এই সেলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। আসলে অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে OnePlus-এর দুটি ফোনে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়। আর এই ফোন দুটি হল OnePlus 10T 5G এবং OnePlus 11 5G । আসুন ওয়ানপ্লাসের এই দুটি ডিভাইস কত দামে বিক্রি হচ্ছে দেখে নেওয়া যাক।
OnePlus 10T 5G কিনুন অনেক কম দামে
Amazon Great Freedom Festival সেলে ওয়ানপ্লাস কোম্পানির অন্যতম জনপ্রিয় ফোন ওয়ানপ্লাস ১০টি ৫জি পাওয়া যাচ্ছে অনেক কম দামে। এই শপিং সাইটে ফোনটির ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৪৭,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়াও, এই সেলে উপলব্ধ অন্যান্য অফারগুলি ফোনটির দাম আরো কমিয়ে দিতে পারে।
যেমন ব্যাঙ্ক অফারে ৫০০০ হাজার টাকা পর্যন্ত ছাড় মিলবে। যারপর ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম কমে দাঁড়াবে ৪২,৯৯৯ টাকা। এছাড়াও, অ্যামাজন নো কস্ট ইএমআই অপশনও অফার করছে। আর আপনি যদি আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করতে চান তবে ৪০,২০০ টাকা পর্যন্ত ভ্যালু পেতে পারেন। তবে মনে রাখতে হবে যে, এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ নির্ভর করবে আপনার পুরানো ফোনের অবস্থা, মডেল এবং ব্র্যান্ডের উপর।
OnePlus 10T 5G হ্যান্ডসেটে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালাকম স্ন্যাপড্রাগণ ৮ প্লাস জেন ১ প্রসেসর উপস্থিত। এছাড়াও এতে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৪৮০০ এমএএইচ ব্যাটারি, যা ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
OnePlus 11 5G সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ দিচ্ছে অ্যামাজন
ওয়ানপ্লাস ১১ ৫জি হল সংস্থার লেটেস্ট ৫জি ফোন। এই ডিভাইসটিও সেলে পাওয়া যাবে অত্যন্ত কম দামে। এই ডিভাইসের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজনে ৫৬,৯৯৯ টাকায় তালিকাভুক্ত রয়েছে। এছাড়াও ব্যাঙ্ক অফারের পর আপনি এই ফোনটি ৫৪,৯৯৯ টাকায় খরিদ করা যাবে। এছাড়াও ক্রেতারা ফোনটি নো কস্ট ইএমআই ও ৫৪,১২৯ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার সহ কিনতে পারবেন।
OnePlus 11 5G ফোনটি ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়ালাকম স্ন্যাপড্রাগন ৮জেনারেশন ২প্রসেসর। এই ফোনে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেলের একটি ফন্ট ক্যামেরাও উপস্থিত। এছাড়াও এই ডিভাইসে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।