OnePlus তাদের প্রায় 2 বছর পুরনো ফোনে নতুন সফটওয়্যার আপডেট পাঠাল, আপনি পেয়েছেন?
ওয়ানপ্লাস (OnePlus) বর্তমানে তাদের বিদ্যমান স্মার্টফোনগুলিতে সফ্টওয়্যার আপডেটের মাধ্যমে একগুচ্ছ নতুন ফিচার যুক্ত করার...ওয়ানপ্লাস (OnePlus) বর্তমানে তাদের বিদ্যমান স্মার্টফোনগুলিতে সফ্টওয়্যার আপডেটের মাধ্যমে একগুচ্ছ নতুন ফিচার যুক্ত করার জন্য কাজ করে চলেছে। ইতিমধ্যে OnePlus 9RT এবং OnePlus Nord 3 ফোনগুলিতে এই বৈশিষ্ট্যগুলি রোলআউট করা হয়েছে। আর এখন ব্র্যান্ডটি লেটেস্ট আপডেটের সাথে OnePlus 10T হ্যান্ডসেটে সেই ফিচারগুলি রোলআউট করেছে। আসুন তাহলে 10T এর নতুন সফ্টওয়্যার আপডেট এবং এতে যুক্ত হওয়া বিশেষ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
OnePlus 10T ফোনের নতুন আপডেটের সাথে মিলবে বিশেষ ফিচার
ওয়ানপ্লাস ১০টি ফোনের ভারতীয় সংস্করণের জন্য নতুন আপডেটটির বিল্ড নম্বর হল IN: CPH2413_14.0.0.700(EX01। আর EU/GLO: CPH2415_14.0.0.701(EX01) সংস্করণটি ইউরোপিয়ান ইউনিয়ন/গ্লোবাল অঞ্চলের জন্য৷ এই আপডেটের (OxygenOS 14.0.0.700/14.0.0.701) সাথে আসা প্রথম ফিচার হল স্মার্ট সাইডবার ব্যবহার করে একটি "পার্সিয়াল স্ক্রিনশট" নেওয়ার ক্ষমতা৷ এছাড়াও, আপডেটের পর ফটো অ্যাপ ফ্রেম ছাড়াই কোলাজ তৈরি করতে সহায়তা করে, যা ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রে ইউজারদের আরও সুবিধা প্রদান করে।
এই আপডেটের সাথে আসা আরেকটি প্রশংসিত ‘কোয়ালিটি-অফ-লাইফ’ পরিবর্তন হল থার্ড পার্টি অ্যাপের ভলিউম অ্যাডজাস্ট করার ক্ষমতা। এর অর্থ হল, ব্যবহারকারী যদি কোনও গেম খেলার সময় বা অন্য কোনও কাজ করার সময় গান চালাতে চান, তবে তিনি উভয় অ্যাপের ভলিউম লেভেল আলাদাভাবে অ্যাডজাস্ট করতে পারবেন।
এই আপডেটটি ফ্ল্যাশলাইট অন করার জন্য একটি নতুন শর্টকাটও ফোনে এনেবল করে৷ ফলে OnePlus 10T ফোনে স্ক্রিন বন্ধ থাকা অবস্থায় ভলিউম ডাউন বাটনটি প্রেস করে কিছুক্ষণ হোল্ড করে রাখলেই ফ্ল্যাশলাইট চালু হয়ে যাবে। ব্যবহারকারীরা এখন স্ক্রিন অন না করেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মাধ্যমে তাদের ডিভাইস আনলক করতে পারবেন।
এছাড়া, OnePlus 10T ফোনের সফ্টওয়্যার আপডেটের অন্যতম পরিবর্তনের মধ্যে রয়েছে ‘ফাজি সার্চ’ এর সংযোজন, যা ব্যবহারকারীদের টাস্কবারে একটি অ্যাপের নামের প্রথম অক্ষর টাইপ করে সার্চ শুরু করতে দেয়। নতুন আপডেটটি এপ্রিলের সিকিউরিটি প্যাচ নিয়ে আসবে।
প্রাথমিকভাবে, আপডেটটি সীমিত সংখ্যক ডিভাইসে পাঠানো হচ্ছে, তবে শীঘ্রই এটি বিস্তৃতভাবে রোলআউট করা হবে। OnePlus 10T হ্যান্ডসেটের কোনও ইউজার যদি এখনও ওটিএ (OTA) আপডেটের নোটিফিকেশন না পেয়ে থাকেন, তাহলে সেটিংসে গিয়ে অ্যাবাউট ডিভাইসে ক্লিক করে অক্সিজেনওএস (OxygenOS) আপডেটে নেভিগেট করে ম্যানুয়ালি চেক করতে পারেন।