আজ ভারতে লঞ্চ হচ্ছে OnePlus 11 5G ও OnePlus 11R, সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন দেখে নিন
চলতি বছরের শুরু থেকেই ভারতে লঞ্চ হচ্ছে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে Samsung এর ফ্ল্যাগশিপ...চলতি বছরের শুরু থেকেই ভারতে লঞ্চ হচ্ছে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে Samsung এর ফ্ল্যাগশিপ সিরিজ Galaxy S23 সিরিজ এবং Oppo Reno 8T 5G সহ বেশ কিছু স্মার্টফোন লঞ্চ হয়ছে। এই সপ্তাহেও OnePlus এর বেশ কয়েকটি স্মার্টফোন ভারতে আসতে চলেছে। ওয়ানপ্লাস তাদের ক্লাউড ১১ ইভেন্টে OnePlus 11 5G ও OnePlus 11R ফোন দুটির উপর থেকে পর্দা সরাবে। আসুন এই ফোনগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
OnePlus 11 5G
ওয়ানপ্লাস ১১ ৫জি আজ অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে। চলতি বছরের সবচেয়ে বড় ইভেন্ট, ক্লাউড ১১-এ (OnePlus Cloud 11 Event) এই ফোনটি আত্মপ্রকাশ করবে। এটি লেটেস্ট স্ন্যাপড্রাগন প্রসেসর, সনি ক্যামেরা সেন্সর ও ১৬ জিবি র্যামের সঙ্গে লঞ্চ হবে। কোম্পানির তরফে আরও জানানো হয়েছে যে, এই ফোনে পাঁচ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট মিলবে।
OnePlus 11R
ওয়ানপ্লাসের আজকের ইভেন্টে ওয়ানপ্লাস ১১ ৫জি, ওয়ানপ্লাস বাডস প্রো ২, ওয়ানপ্লাস প্যাড এবং ওয়ানপ্লাস টিভি ৬৫ কিউ২ প্রো এর সাথে ওয়ানপ্লাস ১১আর লঞ্চ হবে। ফোনটি স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ এর সাথে আসবে। এছাড়া এতে থাকবে সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর।
OnePlus 11 5G ও OnePlus 11R এর সম্ভাব্য দাম
ভারতে ওয়ানপ্লাস ১১ ৫জি সিরিজের দাম প্রায় ৪৫,০০০ টাকা থেকে শুরু হবে বলে টিপস্টাররা জানিয়েছেন। তবে কোন ভ্যারিয়েন্টের দাম কত রাখা হবে তা জানতে আমাদের লঞ্চ ইভেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।