23 হাজার টাকা সস্তা, OnePlus 11 5G লঞ্চের পর সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে

2023 সালের ফেব্রুয়ারিতে OnePlus ভারতে OnePlus 11 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি বর্তমানে অ্যামাজনে লঞ্চ সময়ের...
techgup 27 Aug 2024 2:01 PM IST

2023 সালের ফেব্রুয়ারিতে OnePlus ভারতে OnePlus 11 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি বর্তমানে অ্যামাজনে লঞ্চ সময়ের থেকে 23,000 টাকা কম পাওয়া যাচ্ছে। এতে স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর এবং 16 জিবি র‌্যাম রয়েছে। তাই আপনি যদি 40,000 টাকার কমে কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন খোঁজ করেন, তাহলে OnePlus 11 আপনার জন্য আদর্শ হতে পারে।

দামের কথা বললে OnePlus 11 5G এর 16 জিবি + 256 জিডি ভ্যারিয়েন্টটি এই মুহূর্তে অ্যামাজনে 38,999 টাকায় তালিকাভুক্ত আছে। হ্যান্ডসেটটির একমাত্র ইটারনাল গ্রিন কালারে পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, ফোনটি 2023 সালের ফেব্রুয়ারিতে 61,999 টাকায় লঞ্চ হয়েছিল।

অন্যান্য অফারের কথা বললে, ক্রেতারা এই ডিভাইসটি এক্সচেঞ্জ অফারের মাধ্যমে 31,500 টাকা পর্যন্ত ডিসকাউন্টে কিনতে পারবেন। আসুন স্মার্টফোনটির স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

OnePlus 11 5G এর বিশেষ বিশেষ স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস 11 5জি ফোনে গরিলা গ্লাস ভিক্টাস সুরক্ষা সহ 6.7-ইঞ্চি কোয়াড অ্যামোলেড 120 হার্টজ এলটিপিও স্ক্রিন আছে। এতে ডলবি অ্যাটমসের সাথে ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে অ্যাড্রেনো 740 জিপিইউ, 16 জিবি র‌্যাম, 256 জিবি ইউএফএস 4.0 স্টোরেজ সহ স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর উপস্থিত। হ্যখন্ডসেটটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক অক্সিজেনওএস 13 কাস্টম স্কিনে চলে।

এদিকে এই ডিভাইসে 100 ওয়াট সুপারভুক চার্জিং সহ 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ক্যামেরার কথা বললে, OnePlus 11 5G মডেলের পিছনে 50 মেগাপিক্সেল OIS প্রাইমারি সেন্সর, 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর ও 32 মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর পাওয়া যাবে। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেল সেলফি শ্যুটার। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ওয়াই-ফাই 7, ব্লুটুথ 5.3, এনএফসি, অ্যালার্ট স্লাইডার এবং চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট। সিকিউরিটির জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।

Show Full Article
Next Story