ইন্টারনেট স্পিড হবে আরও ফাস্ট, Xiaomi-র পর এবার OnePlus এর ফোনে WiFi 7 সাপোর্ট

ওয়ানপ্লাস আগামী ৭ ফেব্রুয়ারি গ্লোবাল মার্কেটে OnePlus 11 লঞ্চ করতে চলেছে। অর্থাৎ, স্মার্টফোনটি চীনে আত্মপ্রকাশের...
Ananya Sarkar 1 Feb 2023 7:01 PM IST

ওয়ানপ্লাস আগামী ৭ ফেব্রুয়ারি গ্লোবাল মার্কেটে OnePlus 11 লঞ্চ করতে চলেছে। অর্থাৎ, স্মার্টফোনটি চীনে আত্মপ্রকাশের প্রায় এক মাস পর, অবশেষে এশীয়, ইউরোপীয় এবং আমেরিকান গ্রাহকদের কাছে পৌঁছাবে। এখনও পর্যন্ত ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, OnePlus 11-এর গ্লোবাল সংস্করণ চীনা মডেলের মতোই হবে, আবার দাবি করা হয়েছে যে, মার্কিন গ্রাহকরা ভিন্ন ফাস্ট-চার্জিং স্পেসিফিকেশন পেতে পারেন। আর এখন, OnePlus 11-এর মার্কিন সংস্করণটিকে এফসিসি (FCC) ডেটাবেসে দেখা গেছে যা এর সম্পর্কে নতুন কিছু তথ্য প্রকাশ করেছে।

OnePlus 11 পেল FCC-এর অনুমোদন

CPH2451 মডেল নম্বর সহ ওয়ানপ্লাস ১১-এর গ্লোবাল সংস্করণটি ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকাটি প্রকাশ করেছে যে, আসন্ন ফোনটি অক্সিজেন ওএস ১৩.০ (Oxygen OS 13.0) ইউজার ইন্টারফেসের সাথে আসবে। গ্লোবাল সংস্করণটি ওয়াই-ফাই ৭ সাপোর্ট করার জন্য সার্টিফিকেশনও লাভ করেছে। অর্থাৎ ওই স্ট্যান্ডার্ড সমর্থন করবে এমন রাউটার থেকে আরও ফাস্ট ইন্টারনেট স্পিড পাবেন ব্যবহারকারীরা। এছাড়াও, এতে ওয়াই-ফাই ৬ই সংস্করণটিও অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, ওয়ানপ্লাস ১১-এর চীনা মডেলটি শুধুমাত্র ওয়াই-ফাই ৬ই সাপোর্ট করে।

আবার, ওয়ানপ্লাস ১১-এর গ্লোবাল ভ্যারিয়েন্টে একটি ই-সিম সহ ডুয়েল সিম সাপোর্ট মিলবে। এফসিসি (FCC) তালিকাতে ফোনটির একটি ডিজাইন স্কিম্যাটিকও রয়েছে, যা পূর্বে উল্লেখিত তথ্য ছাড়াও ডিভাইসের ভিতরে কতগুলি অ্যান্টেনা ইনস্টল করা আছে তা চিত্রিত করে। এছাড়াও জানা গেছে, ওয়ানপ্লাস ১১-এর পরিমাপ হবে ১৬৩.১ x ৭৪.১ মিলিমিটার, আর তির্যকভাবে এটির দৈর্ঘ্য ১৭১.৬৫ মিলিমিটার।

OnePlus 11-এর স্পেসিফিকেশন

চীনের বাজারে গতমাসে লঞ্চ হওয়া OnePlus 11-এ ৬.৭ ইঞ্চির কিউএইচডি+ ই৪ ওলেড এলটিপিও ৩.০ ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩,২১৬ x ১,৪৪০ পিক্সেলের রেজোলিউশন, ফ্রন্ট ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট এবং এইচডিআর১০+ সাপোর্ট করে। ডিভাইসটি অ্যাড্রেনো জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত, যা সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত। OnePlus 11 অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩ (OxygenOS 13) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, OnePlus 11-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ সেন্সর, একটি ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৮১ আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২x অপটিক্যাল জুম সহ একটি ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৯ টেলিফটো ক্যামেরা অবস্থান করছে৷ আর সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেন্সর বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 11-এ ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত রয়েছে। তবে, এর মার্কিন সংস্করণটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ লঞ্চ হতে পারে। এতে নিরাপত্তার জন্য, একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সুবিধার জন্য একটি অ্যালার্ট স্লাইডার এবং ধুলো এবং জল থেকে রক্ষা করার জন্য একটি আইপি৫৪ (IP54) রেটিং থাকবে।

Show Full Article
Next Story