OnePlus 11 ফোনে কোন প্রসেসর থাকবে? র্যামের পরিমাণই বা হবে কত? মিলল সঠিক খবর
প্রখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস বিগত কয়েক মাস ধরে তাদের নম্বর সিরিজের অন্তর্ভুক্ত পরবর্তী প্রজন্মের হ্যান্ডসেট...প্রখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস বিগত কয়েক মাস ধরে তাদের নম্বর সিরিজের অন্তর্ভুক্ত পরবর্তী প্রজন্মের হ্যান্ডসেট OnePlus 11-এর লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। ব্র্যান্ডটি চীনা মার্কেটের জন্য ডিভাইসটিকে টিজ করাও শুরু করেছে, এবং অন্যদিকে কোম্পানি এও নিশ্চিত করেছে যে, এই ফ্ল্যাগশিপ ফোনটি আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে। তবে তার আগে, ডিভাইসটির ডিজাইন এবং হার্ডওয়্যারের তথ্য সহ প্রায় সমস্ত মূল বিবরণগুলি ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন, OnePlus 11 তার পারফরম্যান্স প্রদর্শন করে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। ফোনটির বেঞ্চমার্ক তালিকাটি এর প্রসেসর, র্যাম ক্ষমতা এবং অপারেটিং সিস্টেম সংক্রান্ত তথ্যগুলিও প্রকাশ করেছে। চলুন তাহলে আসন্ন লঞ্চের আগে OnePlus 11 সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।
OnePlus 11-কে দেখা গেল Geekbench-এর ডেটাবেস
OnePlus PHB110 মডেল নম্বর সহ ওয়ানপ্লাস ১১ হ্যান্ডসেটটিকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। তালিকা অনুযায়ী, এই ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপের প্রসেসরটিতে ১ + ৩ + ৪ কোর কনফিগারেশন রয়েছে এবং এটি সর্বাধিক ৩.১৯ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি সাপোর্ট করতে পারে। তালিকায় কোয়ালকম অ্যাড্রেনো ৭৪০ জিপিইউ-এর কথাও উল্লেখ করা হয়েছে। এই তথ্যগুলির ওপর ভিত্তি করে, এটা স্পষ্ট যে ওয়ানপ্লাস ১১ ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে।
এছাড়াও, ওয়ানপ্লাস ১১-এর গিকবেঞ্চ তালিকাটি ফোনে ১৬ জিবি র্যামের উপলব্ধতা নিশ্চিত করেছে। তবে অনুমান করা যায়, স্মার্টফোনটি ৮ জিবি এবং ১২ জিবি র্যাম অপশনেও পাওয়া যাবে। আবার, এই নতুন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম ইউজার ইন্টারফেসে রান করবে বলেও উল্লেখ করা হয়েছে তালিকায়। আর বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, ওয়ানপ্লাস ১১ গিকবেঞ্চ ৫ (Geekbench 5)-এর সিঙ্গেল-কোর টেস্টে ১,৪৯৩ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৫,১১২ পয়েন্ট স্কোর করেছে।
ওয়ানপ্লাস ১১-এর সম্ভাব্য স্পেসিফিকেশন - OnePlus 11 Expected Specifications
OnePlus 11-এ ৬.৭ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে যা কোয়াড-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিভাইসটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরটি ব্যবহার করা হবে, যা সম্ভবত সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে মিলিত হবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, OnePlus 11-এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সিস্টেম দেখা যাবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ সেন্সর, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, এবং একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স অন্তর্ভুক্ত থাকবে৷ আর পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 11-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। পরিশেষে, ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩ (OxygenOS 13) কাস্টম স্কিনে রান করবে।