ভারতের বাজারে আসার আগেই OnePlus 11 5G এর র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন ফাঁস

ওয়ানপ্লাস আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্ব বাজারের ক্রেতাদের জন্য তাদের নতুন ফ্ল্যাগশিপ OnePlus 11 স্মার্টফোনটি লঞ্চ করতে...
Ananya Sarkar 6 Feb 2023 10:49 AM IST

ওয়ানপ্লাস আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্ব বাজারের ক্রেতাদের জন্য তাদের নতুন ফ্ল্যাগশিপ OnePlus 11 স্মার্টফোনটি লঞ্চ করতে প্রস্তুত৷ ওইদিন লঞ্চ ইভেন্টে OnePlus 11R এবং OnePlus Buds Pro 2 সহ আরও বেশ কয়েকটি ওয়ানপ্লাস প্রোডাক্ট বিশ্বব্যাপী গ্রাহকদের জন্য আত্মপ্রকাশ করবে৷ সম্প্রতি জানা গেছে যে, OnePlus 11 হবে ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন, যা চারটি বড় অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ অফার করবে। অর্থাৎ, OnePlus 11 অ্যান্ড্রয়েড ১৭ পর্যন্ত আপডেট পাবে। এছাড়া, আসন্ন ডিভাইসের ভারতীয় মূল্য সম্পর্কে রিপোর্টও সামনে এসেছে। আর এখন একটি স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে, যা থেকে ভারতে OnePlus 11-এর র‍্যাম এবং স্টোরেজ বিকল্পগুলি সম্পর্কে জানা গেছে, সেই সাথে এর কালার অপশনগুলিও সামনে এসেছে।

ফাঁস হল OnePlus 11-এর ভারতীয় মডেলের মেমরি কনফিগারেশন এবং কালার অপশন

প্রাইসবাবার প্রকাশিত স্ক্রিনশট অনুসারে, ওয়ানপ্লাস ১১ ৫জি দুটি কনফিগারেশনে পাওয়া যাবে। বেস ভ্যারিয়েন্টে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকবে। তবে, এর ১২ জিবি র‍্যাম অপশনটি বাজারে আসবে না। পরিবর্তে, কোম্পানি ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ ফোনের একটি ১৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ করবে।

এছাড়াও, বলা হয়েছে যে ওয়ানপ্লাস ১১ দুটি কালার অপশনের সাথে ভারতে লঞ্চ হবে। কোম্পানি ফোনটির ডিজাইন টিজ করেছে এবং এর কালার অপশনগুলিও প্রকাশ করেছে, কিন্তু এখনও শেডগুলির অফিসিয়াল নাম প্রকাশ করেনি। সম্ভবত এর সবুজ ভ্যারিয়েন্টটিকে "ইটারনাল গ্রিন" বলা হবে এবং স্যান্ডস্টোন অপশনটির নাম দেওয়া হবে "টাইটান ব্ল্যাক"।

OnePlus 11-এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ১১-এ ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং ৩,২১৬ x ১,৪৪০ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির কোয়াড-এইচডি+ ই৪ ওলেড এলটিপিও ৩.০ ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে এলপিডিডিআর৫ র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ যুক্ত থাকবে।

ফটোগ্রাফির জন্য, OnePlus 11-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেন্সর, একটি ৪৮ মেগাপিক্সেলের Sony IMX581 আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২x অপটিক্যাল জুম সহ একটি ৩২ মেগাপিক্সেলের Sony IMX709 টেলিফটো ক্যামেরা থাকবে৷

সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেন্সর দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 11-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ১০০ ওয়াট (এশিয়ায়)/ ৮০ ওয়াট (মার্কিন যুক্তরাষ্ট্রে) ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story