OnePlus 11 ফ্ল্যাগশিপ ফোন কেনার জন্য অপেক্ষা করছেন? কোন সাইটে পাওয়া যাবে দেখে নিন
আগামী সপ্তাহেই চীনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে OnePlus। যেখানে লেটেস্ট OnePlus 11 স্মার্টফোনের উপর থেকে পর্দা...আগামী সপ্তাহেই চীনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে OnePlus। যেখানে লেটেস্ট OnePlus 11 স্মার্টফোনের উপর থেকে পর্দা সরানো হবে। তবে ভারতে এই নয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি আসবে ৭ই ফেব্রুয়ারি। এই একই দিনে OnePlus 11 -এর পাশাপাশি OnePlus Buds Pro 2 ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডসও এদেশে আত্মপ্রকাশ করবে। তবে লঞ্চ ইভেন্টের প্রায় দুমাস আগেই, Amazon India আজ OnePlus 11 -এর ল্যান্ডিং পেজ লাইভ করল। ফলে লঞ্চের পর অন্যান্য OnePlus ডিভাইসের মতো, এটিও এই শপিং সাইট থেকে কেনা যাবে।
Amazon India -এর সাইটে লাইভ হল OnePlus 11 স্মার্টফোনের ল্যান্ডিং পেজ
অ্যামাজন ইন্ডিয়া আজ ওয়ানপ্লাস ১১ স্মার্টফোনের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করেছে। যেখানে ফোনটির একাধিক ফিচারকে টিজ করা হয়েছে। সদ্য প্রকাশিত টিজার পোস্টার অনুসারে, এই মডেলের হাত ধরে হয়তো অ্যালার্ট স্লাইডারের প্রত্যাবর্তন ঘটবে। জানিয়ে রাখি, গত কয়েক বছর ধরে ওয়ানপ্লাস তাদের প্রিমিয়াম স্মার্টফোনগুলিতে অ্যালার্ট স্লাইডার দেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে পুরোনো ফিচার ফিরে আসায় ওয়ানপ্লাস ইউজাররা হয়তো খুশি হবেন।
অ্যামাজন ইন্ডিয়া দ্বারা প্রকাশিত দ্বিতীয় টিজার পোস্টারে, ওয়ানপ্লাস ১১ ফোনের রিয়ার প্যানেলে থাকা বৃত্তাকার ক্যামেরা মডিউলে 'হ্যাসেলব্লাড' (Hasselblad) ব্রান্ডিংয়ের ট্যাগ দেখা গেছে। অর্থাৎ ওয়ানপ্লাস তাদের এই লেটেস্ট ফোনের ক্যামেরা বিভাগকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্যামেরা ব্র্যান্ড হ্যাসেলব্লাড -এর সাথে হাত মিলিয়ে ডেভলপ করেছে। টিজারে, LED ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে এই ফোনে।
এছাড়া ওয়ানপ্লাস ১১ -এর লভ্যতা ও কালার ভ্যারিয়েন্ট সম্পর্কিত তথ্যও সামনে এসেছে। জানা যাচ্ছে, অ্যামাজন ছাড়াও লঞ্চ পরবর্তী সময়ে এই ফ্ল্যাগশিপ ফোনটি সংস্থার অফিসিয়াল অনলাইন এবং অফলাইন স্টোরের পাশাপাশি অনুমোদিত থার্ড পার্টি রিটেলারদের মাধ্যমেও পাওয়া যাবে। এটি দুটি কালার ভ্যারিয়েন্টে আসবে, যথা - ব্ল্যাক এবং গ্রীন। যার মধ্যে ব্ল্যাক কালারের বিকল্পের একটি লাইভ ইমেজ সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছিল। লাইভ ইমেজ অনুসারে, ডিভাইসটি স্যান্ডস্টোন-লাইক ফিনিশিং রিয়ার প্যানেল এবং গ্লসি ফিনিশিং রিয়ার ক্যামেরা মডিউল সহ আসবে। আবার ডিসপ্লে প্যানেলের উপরি বাম কোণে একটি পাঞ্চ-হোল কাটআউট দেখা গেছে এবং স্ক্রিনটি কার্ভড ডিজাইনের হবে। ফোনের ডান প্রান্তে পাওয়ার বাটন এবং অ্যালার্ট স্লাইডার বিদ্যমান থাকবে। আর ভলিউম রকার বাম প্রান্তে অবস্থান করবে।
যাইহোক, ওয়ানপ্লাস স্বয়ং সম্প্রতি নিশ্চিত করেছে যে - তাদের এই নয়া ডিভাইস ১৬ জিবি পর্যন্ত LPDDR5X র্যাম এবং ৫১২ জিবি UFS 4.0 স্টোরেজ সহ লঞ্চ হবে। আর কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকবে এতে। এছাড়া পূর্বে প্রকাশিত বেশ কয়েকটি রিপোর্টের দৌলতে আমরা জানতে পেরেছিলাম যে, ওয়ানপ্লাস ১১ ফোনে ৬.৭-ইঞ্চির কোয়াড এইচডি প্লাস (QHD+) ডিসপ্লে দেখা যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। ডিসপ্লে প্যানেলে অবস্থিত পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। ডিভাইসটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। এই ক্যামেরাগুলি - ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২এক্স অপটিক্যাল জুম সহ ৩২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহৃত হবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ মিলবে। এক্ষেত্রে ওয়ানপ্লাস ১১ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টটি হয়তো অক্সিজেনওএস ১৩ (OxygenOS 13) এবং চীনা সংস্করণটি কালারওএস ১৩ (ColorOS 13) কাস্টম স্কিন দ্বারা চালিত হবে।
প্রসঙ্গত, আপকামিং OnePlus 11 স্মার্টফোনের সম্ভাব্য দাম সম্পর্কেও আমরা জানতে পেরেছি। ভারতে ফোনটির ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম ৫৫,০০০ টাকা থেকে ৬৫,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে।