OnePlus 11 স্মার্টফোনের লঞ্চের তারিখ ফাঁস, বাজারে ঝড় তুলতে এই দিনে অভিষেক

ওয়ানপ্লাস তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 11 খুব শীঘ্রই লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। সংস্থাটি এখন চীন, ভারত...
Ananya Sarkar 14 Dec 2022 2:24 PM IST

ওয়ানপ্লাস তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 11 খুব শীঘ্রই লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। সংস্থাটি এখন চীন, ভারত এবং অন্যান্য দেশে তার নবম বার্ষিকী উদযাপন করছে। আর এখন একটি সূত্র দাবি করেছে যে, চলতি ডিসেম্বরেই ওয়ানপ্লাস তাদের নবম বার্ষিকী উদযাপনের অংশ হিসাবে বহু প্রতীক্ষিত OnePlus 11-এর ওপর থেকে পর্দা সরাবে। চলুন তাহলে এই আপকামিং ফ্ল্যাগশিপ ফোনটির লঞ্চের তারিখ এবং এটি সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

OnePlus 11 বিশ্ববাজারে পা রাখতে পারে চলতি মাসেই

জানা গিয়েছে, ওয়ানপ্লাস চলতি বছরের শুরুতে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ১০ প্রো-এর উত্তরসূরি হিসেবে ওয়ানপ্লাস ১১ মডেলটি আগামী ১৭ ডিসেম্বর সময় লঞ্চ করবে। কোম্পানির এই নতুন ফ্ল্যাগশিপটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে বলে। তবে সংস্থার তরফে সরকারি ভাবে এই বিষয়ে এখনও কিছু নিশ্চিত করা হয়নি। ফাঁস হওয়া লঞ্চের তারিখ অর্থাৎ ১৭ ডিসেম্বর আসতে আর মাত্র তিন দিন বাকি হলেও, ওয়ানপ্লাস কিন্তু কোনও টিজারই শেয়ার করেনি। ফলে কিছুটা হলেও সংশয় জাগছে।

https://twitter.com/yabhishekhd/status/1602846604821557248?t=R-CvcCVgYEg5d-IdjX9Ttg&s=19

প্রসঙ্গত, ওয়ানপ্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনটির রেন্ডারগুলি কয়েক সপ্তাহ আগে অনলাইনে ফাঁস হয়েছে, যা প্রকাশ করেছে যে ওয়ানপ্লাস ১১ দুটি কালার অপশনে আসবে - ফরেস্ট এমারল্ড এবং ভলক্যানিক ব্ল্যাক। এই হ্যান্ডসেটে পাঞ্চ-হোল কাট-আউট সহ কার্ভড ডিসপ্লে প্যানেল থাকবে। আর ডিভাইসটির রিয়ার প্যানেলে হ্যাসেলব্লাড ব্র্যান্ডিং সহ একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা যাবে। এছাড়া, ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট এবং লিক মারফৎ ওয়ানপ্লাস ১১-এর প্রধান স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্পর্কেও জানা গেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

ওয়ানপ্লাস ১১-এর স্পেসিফিকেশন এবং ফিচার - OnePlus 11 Specifications and Features

OnePlus 11-এ কার্ভড ডিসপ্লে প্যানেল এবং একটি কর্নার পাঞ্চ-হোল নচ দেখা যাবে। এতে কোয়াড-এইচডি+ (৩,২১৬ × ১,৪৪০ পিক্সেল) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এই ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে। যা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে এবং এর সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৭৪০ জিপিইউ-টি যুক্ত রয়েছে।

স্ন্যাপড্রাগন ৮ জেন ২-এ একটি ক্রায়ো প্রাইম কোর আছে (৩.২ গিগাহার্টজ ক্লক স্পিড) যা কর্টেক্স এক্স৩ কোরের ওপর ভিত্তি করে। OnePlus 11 হ্যান্ডসেটে সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ পাওয়া যেতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩ (OxygenOS 13) ইউজার ইন্টারফেসে রান করবে বলে জানা গেছে।

ফটোগ্রাফির জন্য, OnePlus 11-এর হ্যাসেলব্লাড (Hasselblad) দ্বারা টিউন করা ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স অন্তর্ভুক্ত থাকতে পারে৷ আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, OnePlus 11 সম্প্রতি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) ওয়েবসাইটে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ তালিকাভুক্ত হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি অফার করতে পারে। যদিও, এর ওয়্যারলেস চার্জিং ক্ষমতা সম্পর্কে কোনও বিবরণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে আশা করা যায়, এটি অবশ্যই ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং অফার করবে।

Show Full Article
Next Story