কাল লঞ্চের আগেই ছড়িয়ে পড়ল ছবি, OnePlus 11 এর আগমন নিয়ে উত্তেজনা তুঙ্গে
দীর্ঘ প্রতীক্ষার পর, ওয়ানপ্লাস অবশেষে তাদের পরবর্তী প্রজন্মের OnePlus 11 ফ্ল্যাগশিপ ফোনটি আগামীকাল (৪ জানুয়ারি) চীনে...দীর্ঘ প্রতীক্ষার পর, ওয়ানপ্লাস অবশেষে তাদের পরবর্তী প্রজন্মের OnePlus 11 ফ্ল্যাগশিপ ফোনটি আগামীকাল (৪ জানুয়ারি) চীনে লঞ্চ করতে চলেছে। তবে, অনুষ্ঠানিকভাবে লঞ্চের আগেই এখন সোশ্যাল মিডিয়ায় একাধিক ব্যাক্তি এই ডিভাইসটির কিছু বাস্তব ছবি শেয়ার করেছেন। তবে, এই ইমেজগুলি কোনও ফাঁস হওয়া শট নয়, চীনের অফলাইন স্টোরগুলিতে যে OnePlus 11 মডেলগুলিকে প্রদর্শন করা হয়েছে, তার ছবিগুলিই এখন অনলাইনে ছেয়ে গেছে৷ আসুন এই চিত্রগুলি ফোনটির সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে আনলো, জেনে নেওয়া যাক।
প্রকাশ্যে এল OnePlus 11-এর লাইভ ইমেজ
নতুন লাইভ ইমেজগুলিতে, ওয়ানপ্লাস ১১-কে সামনের দিকে কার্ভড এজ সহ একটি পাঞ্চ-হোল ডিসপ্লের সাথে দেখা গেছে। রিয়ার শেলে অবস্থিত বৃত্তাকার ক্যামেরা মডিউলটি ফোনের ডান পাশের সাথে মিলিত হয়েছে। আর হ্যাসেলব্লাড ব্র্যান্ডিংটি ক্যামেরা মডিউলের কেন্দ্রে অবস্থান করছে। এছাড়াও, ডিভাইসটির ওপরের প্রান্তে দুটি ছিদ্র রয়েছে, যার মধ্যে একটি মাইক্রোফোন। অন্য ছিদ্রটি স্পিকারের জন্য ব্যবহৃত হতে পারে। আর ওয়ানপ্লাস ১১-এর নীচের অংশে, একটি সিম স্লট, একটি মাইক্রোফোন, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল রয়েছে৷ জানিয়ে রাখি, ইতিমধ্যেই ডিজাইনের পাশাপাশি, ওয়ানপ্লাসের আসন্ন ফ্ল্যাগশিপটির স্পেসিফিকেশন সম্পর্কিত প্রায় সব তথ্যই অনলাইনে ফাঁস হয়েছে৷ চলুন এগুলি দেখে নেওয়া যাক।
OnePlus 11-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস ১১-এ সম্ভবত ৬.৭ ইঞ্চির ই৪ অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ৩,২১৬ x ১,৪৪০ পিক্সেলের কোয়াড-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে। প্রসেসরটি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত হবে। এই ওয়ানপ্লাস ডিভাইসটি ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি-এর মতো তিনটি কনফিগারেশনে আসবে বলে জানা গেছে। ওয়ানপ্লাস ১১ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) কাস্টম স্কিনে রান করবে।
ফটোগ্রাফির জন্য, OnePlus 11-এ হ্যাসালব্লাড (Hasselblad) দ্বারা অপ্টিমাইজ করা ট্রিপল ক্যামেরা ইউনিট থাকবে, যেখানে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স উপস্থিত থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 11 হ্যান্ডসেটটি ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে আসবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, ডিভাইসে উপলব্ধ অন্যান্য ফিচারগুলির মধ্যে রয়েছে, একটি অ্যালার্ট স্লাইডার, একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, বিশ্বের প্রথম বায়োনিক মোটর, আইপি৫৪ (IP54)-রেটেড চ্যাসিস, এবং গরিলা গ্লাস ৫। সবশেষে, OnePlus 11 ভলক্যানিক ব্ল্যাক এবং এমেরাল্ড গ্রিন- এই দুই কালার অপশনে আসবে বলে জানা গেছে।