OnePlus ব্যবহারকারীদের জন্য সুখবর, এই ফোনের জন্য এল বড় আপডেট, ইনস্টল করলেই হ্যাক হওয়ার সম্ভাবনা কমবে
ওয়ানপ্লাস তাদের ফ্ল্যাগশিপ ফোন OnePlus 11 স্মার্টফোনের জন্য লেটেস্ট OxygenOS 13.1.0.580 আপডেট রোল আউট করল। নতুন...ওয়ানপ্লাস তাদের ফ্ল্যাগশিপ ফোন OnePlus 11 স্মার্টফোনের জন্য লেটেস্ট OxygenOS 13.1.0.580 আপডেট রোল আউট করল। নতুন আপডেটটির সাথে জুন ২০২৩ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচও পাওয়া যাবে। আর OnePlus 11 স্মার্টফোনের জন্য আসা এই আপডেটের ফার্মওয়্যার ভার্সন CPH2447_13.1.0.580 (EX01)। সংস্থার তরফে জানানো হয়েছে যে, নতুন এই আপডেট ফোনের বেশ কিছু সমস্যা সমাধান করেছে।
ওয়ানপ্লাস কমিউনিটি ফোরামে জানানো হয়েছে যে, নতুন আপডেট জুন ২০২৩ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ সহ আসায়, ফোনের সিস্টেম সুরক্ষা বাড়িয়ে তুলবে। এছাড়া আপডেটটি মোবাইল নেটওয়ার্ক, ব্লুটুথ এবং ওয়াই-ফাই কানেক্টিভিটি উন্নত করবে।
OnePlus 11 স্মার্টফোনের জন্য এল OxygenOS 13.1.0.580 আপডেট
ভারতে কিছু ওয়ানপ্লাস ১১ স্মার্টফোন ব্যবহারকারী আজ নতুন আপডেটের নোটিফিকেশন পাবেন এবং অন্যদের কাছে শীঘ্রই আপডেটটি পৌঁছে যাবে। নয়া আপডেট ইনস্টলের পর ফোনে কোনো সমস্যা দেখা দিলে *#800# ডায়াল করে প্রতিক্রিয়া জানাতে পারবেন ব্যবহারকারীরা।