OnePlus 11R 5G ফোনের প্রথম সেলে হাজার হাজার টাকা ডিসকাউন্ট অফার, হাতছাড়া করলে পস্তাবেন

আপনি যদি হালফিলে ৪০,০০০ টাকার কাছাকাছি বাজেটে কোনো নামজাদা কোম্পানির একগুচ্ছ কার্যকর ফিচারে ঠাসা একটি দুর্দান্ত 5G...
techgup 28 Feb 2023 12:49 PM IST

আপনি যদি হালফিলে ৪০,০০০ টাকার কাছাকাছি বাজেটে কোনো নামজাদা কোম্পানির একগুচ্ছ কার্যকর ফিচারে ঠাসা একটি দুর্দান্ত 5G স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনারই জন্য। আসলে গত ৭ ফেব্রুয়ারি কোম্পানির ক্লাউড ১১ ইভেন্টে (OnePlus Cloud 11 Event) OnePlus 11R 5G ফোনটির ওপর থেকে পর্দা সরিয়েছে OnePlus। একগুচ্ছ কার্যকর ফিচারে ঠাসা এই মিড-রেঞ্জের হ্যান্ডসেটটি ইউজারদের বেশ মনপসন্দ হবে বলে দাবি করেছে সংস্থাটি।

বলে রাখি, OnePlus 11R 5G-এর বেস ভ্যারিয়েন্টটি কিনতে হলে খরচ পড়বে ৩৯,৯৯৯ টাকা। ডিভাইসটি সোনিক ব্ল্যাক এবং গ্যালাকটিক সিলভার রঙে পাওয়া যাবে। উল্লেখ্য যে, স্মার্টফোনটিতে লেটেস্ট স্ন্যাপড্রাগন প্রসেসর, সনি ক্যামেরা সেন্সর ও শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির দেখা মিলবে। আর সবচেয়ে আনন্দের বিষয়টি হল, আজ অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে ভারতে এই ধামাকাদার হ্যান্ডসেটটির বিক্রি শুরু হচ্ছে। কিন্তু কোথা থেকে কিনতে পারবেন OnePlus 11R 5G? আসুন জেনে নেওয়া যাক।

OnePlus 11R 5G-এর দাম ও প্রাপ্যতা

আগেই বলেছি যে, আজ অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে ওয়ানপ্লাস ১১আর ৫জি-এর বিক্রি শুরু হচ্ছে। স্মার্টফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। বলে রাখি, ভারতে ওয়ানপ্লাস ১১আর ৫জি-এর ৮ জিবি + ১২৮ জিবি এবং ১৬ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩৯,৯৯৯ টাকা এবং ৪৪,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রাহকরা OnePlus.in, ওয়ানপ্লাস স্টোর অ্যাপ (OnePlus Store App), ওয়ানপ্লাস এক্সপেরিয়েন্স স্টোর (OnePlus Experience Stores), অ্যামাজন (Amazon) এবং অন্যান্য বেশ কয়েকটি অফলাইন পার্টনার স্টোর থেকে এই লেটেস্ট স্মার্টফোনটি কিনতে পারবেন।

OnePlus 11R 5G: ব্যাংক কার্ড ব্যবহারের ক্ষেত্রে উপলব্ধ আকর্ষণীয় অফারসমূহ

OnePlus.in, ওয়ানপ্লাস স্টোর অ্যাপ, ওয়ানপ্লাস এক্সপেরিয়েন্স স্টোর এবং অ্যামাজন থেকে ওয়ানপ্লাস ১১আর ৫জি স্মার্টফোনটি কেনার সময় আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ইএমআই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা। অন্যদিকে, সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজ্যাকশন মারফত উপরে উল্লেখিত চ্যানেলগুলি থেকে খরিদ্দারির ক্ষেত্রেও মিলবে ১,০০০ টাকার অতিরিক্ত ছাড়। এর পাশাপাশি ওয়ানপ্লাস ১১আর ৫জি-তে ১২ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআইয়ের সুবিধাও পাবেন ইউজাররা।

OnePlus 11R 5G: অন্যান্য চমকপ্রদ অফারসমূহ

ক্রেতারা অ্যামাজন ব্যতীত বাকি সমস্ত চ্যানেল থেকে ওয়ানপ্লাসের এই ডিভাইসটি কেনার ক্ষেত্রে ৩,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস পেতে সক্ষম হবেন। এছাড়া, রেড কেবল কেয়ার (Red Cable Care)-এর সৌজন্যে সীমিত সময়ের জন্য ৯৯৯ টাকায় ১২ মাসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি, ১২০ জিবি ক্লাউড স্টোরেজ সহ আরও অনেক সুবিধা পাবেন ব্যবহারকারীরা। আবার, বিদ্যমান ওয়ানপ্লাস ডিভাইসগুলিকে কাজে লাগিয়ে রেড কেবল ক্লাব (Red Cable Club)-এর সদস্যরা সীমিত সময়ের জন্য ওয়ানপ্লাস ১১আর ৫জি-তে ২,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তদুপরি, OnePlus.in এবং ওয়ানপ্লাস স্টোর অ্যাপ থেকে আলোচ্য হ্যান্ডসেটটি কিনলে ইউজাররা সম্পূর্ণ নিখরচায় ৬ মাসের স্পটিফাই প্রিমিয়াম (Spotify Premium) সাবস্ক্রিপশনের সুবিধা উপভোগ করতে পারবেন। উপরন্তু, উক্ত দুটি চ্যানেল মারফত ওয়ানপ্লাস ১১আর ৫জি কেনার ক্ষেত্রে প্রথম ১,০০০ জন ক্রেতা পেয়ে যাবেন ওয়ানপ্লাস গেমিং ট্রিগার (OnePlus Gaming Trigger)।

OnePlus 11R 5G: রয়েছে দুর্দান্ত ডিসপ্লে

ওয়ানপ্লাস ১১আর ৫জি-তে আছে ৬.৭৪ ইঞ্চি ফুল এইচডি+ (২৭৭২×১২৪০) কার্ভড ১০ বিট অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৫০ পিপিআই পিক্সেল ডেনসিটি, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং এইচডিআর১০+ (HDR10+) টেকনোলজি সাপোর্ট করে। তদুপরি, এই ডিসপ্লেটিতে আই কমফোর্ট, ইমেজ শার্পনার, ভিডিও কালার এনহ্যান্সার সহ আরও একাধিক কার্যকর ফিচার মজুত রয়েছে।

OnePlus 11R 5G: প্রিমিয়াম প্রসেসর দ্বারা চালিত

দুরন্ত পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাস ১১আর ৫জি-তে অ্যাড্রেনো ৭৩০ গ্রাফিক্স ইউনিট সহ স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ (Snapdragon 8+ Gen 1) চিপসেট ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) ভিত্তিক অক্সিজেনওএস ১৩ (OxygenOS 13) কাস্টম স্কিনে রান করে।

OnePlus 11R 5G: থাকছে অনবদ্য ক্যামেরা

ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটিতে এলইডি (LED) ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল - ওআইএস (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৯০ (Sony IMX890) প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। আবার, সেলফির জন্য ডিভাইসটির সামনে ইআইএস (EIS) সাপোর্টযুক্ত ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরার দেখা মিলবে।

OnePlus 11R 5G: রয়েছে চমকপ্রদ অ্যালার্ট স্লাইডার

টপ-এন্ড ওয়ানপ্লাস ১১ প্রো (OnePlus 11 Pro)-এর মতো, ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোনেও অ্যালার্ট স্লাইডারের দেখা মিলবে। ফলে কোম্পানির স্মার্টফোন প্রেমীদের জন্য বিষয়টি যে খুবই আনন্দের, সেকথা বলাই বাহুল্য। বলে রাখি, ডিভাইসটির বাম দিকে ভলিউম রকারের সাথে ডান প্রান্তে এটি উপস্থিত রয়েছে।

OnePlus 11R 5G: মিলবে শক্তিশালী ব্যাটারি

ওয়ানপ্লাস ১১আর ৫জি-তে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই ব্যাটারিটিকে রিটেইল বক্সে বিদ্যমান ১০০ ওয়াট সুপারভোক+ (SuperVOOC+) চার্জারের মাধ্যমে মাত্র ২৫ মিনিটের মধ্যে ফুল (১০০%) চার্জ করা যাবে বলে দাবি করেছে ওয়ানপ্লাস।

Show Full Article
Next Story