বাজারে আসার আগেই OnePlus এর নতুন ফোনের ছবি ফাঁস, প্রকাশ্যে ক্যামেরা-সহ নানা তথ্য

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের নম্বর সিরিজে অন্তর্ভুক্ত OnePlus 11 ফ্ল্যাগশিপ...
Ananya Sarkar 8 Dec 2022 4:55 PM IST

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের নম্বর সিরিজে অন্তর্ভুক্ত OnePlus 11 ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ যদিও কোম্পানি এখনও এই মডেলটির সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি, তবে ইতিমধ্যেই স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে৷ আবার শোনা যাচ্ছে, কোম্পানি আপকামিং লাইনআপের অধীনে OnePlus 11R মডেলটিও শীঘ্রই বাজারে আনার পরিকল্পনা করছে। আর এখন একটি রিপোর্টে এই প্রথম ফোনটির ফ্রন্ট ও রিয়ার ক্যামেরার লাইভ ছবি শেয়ার করা হয়েছে। এটি প্রাথমিক ভাবে OnePlus 11 নামে আসবে বলা হলেও, পরে ভুল সংশোধন করে OnePlus 11R নামে উল্লেখ হয়েছে। বস্তুত, ফোনটি 11R হওয়াই বেশি যুক্তিযুক্ত কেননা, এর আগে OnePlus 11-এর যেসব রেন্ডার সামনে এসেছে, সেগুলির সাথে তুলনা করলে সাম্প্রতিক রেন্ডারটিতে ভিন্ন ক্যামেরা অ্যারে রয়েছে।

প্রকাশ্যে এল OnePlus 11R-এর লাইভ ইমেজ

মাইস্মার্টপ্রাইস-এর প্রতিবেদনে ওয়ানপ্লাস উডন (OnePlus Udon) কোডনেমের একটি নতুন হ্যান্ডসেটের একটি ক্লোজআপ শট প্রকাশ করা হয়েছে, যা এর রিয়ার ক্যামেরা অ্যারের ডিজাইনটি প্রদর্শন করেছে। আর সূত্র অনুযায়ী, এই ওয়ানপ্লাস উডন হল নতুন ওয়ানপ্লাস ১১আর ফোনের কোডনেম। ফাঁস হওয়া লাইভ ইমেজ অনুসারে, এই ফ্ল্যাগশিপ ফোনে একটি ক্যামেরা মডিউল থাকবে যা অনেকটা চলতি বছরের শুরুতে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ১০ প্রো-এর মতো দেখতে। এটি নির্দেশ করে যে, ডিভাইসটিতে চারটি বৃত্তাকার কাটআউট থাকবে, যার তিনটিতে ক্যামেরা এবং চতুর্থটিতে একটি এলইডি ফ্ল্যাশ অবস্থান করবে৷

প্রসঙ্গত, রিয়ার ক্যামেরা অ্যারে ছাড়াও, রিপোর্টে ওয়ানপ্লাস ১১আর-এর ফ্রন্ট প্যানেলের একটি আংশিক শটও শেয়ার করা হয়েছে, যেটিতে দেখা গেছে ডিভাইসটির কার্ভড ডিসপ্লের ওপরের মধ্যবর্তী স্থানে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করছে। এছাড়াও, রিপোর্টটিতে দাবি করা হয়েছে যে, হ্যান্ডসেটটি ওয়ানপ্লাসের আইকনিক অ্যালার্ট স্লাইডারের সাথে আসবে। তবে এগুলি ছাড়া, ওয়ানপ্লাস ১১আর সম্পর্কে আর কোনও তথ্য এখনও পর্যন্ত সামনে আসেনি। এটি সম্ভবত গত এপ্রিল মাসে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ১০আর-এর উত্তরসূরি হিসেবে আগামী বছরের প্রথমার্ধে বাজারে আত্মপ্রকাশ করবে।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড OnePlus 11 মডেলটি শীঘ্রই বাজারে পা রাখবে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই ফোনটির একাধিক স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। এই হ্যান্ডসেটে সম্ভবত ২কে (2K) রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। ডিভাইসটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে বলে নিশ্চিত করা হয়েছে। এতে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যেতে পারে।

ফটোগ্রাফির জন্য, OnePlus 11-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকতে পারে। আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, এই ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ ফোনে ১০০ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছে।

Show Full Article
Next Story