পারফরম্যান্সে বাজারে ঝড় তুলবে OnePlus 12, বেঞ্চমার্ক স্কোর দেখলে মাথা ঘুরে যাবে!

গত সপ্তাহে প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ করার পর, ওয়ানপ্লাসের নজর এখন তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ, OnePlus 12 সিরিজের উপর। এটি...
Ananya Sarkar 28 Oct 2023 11:16 AM IST

গত সপ্তাহে প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ করার পর, ওয়ানপ্লাসের নজর এখন তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ, OnePlus 12 সিরিজের উপর। এটি শীঘ্রই বাজারে পা রাখবে বলে নিশ্চিত করা হয়েছে। OnePlus 12-এ চীনের ডিসপ্লে প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওই (BOE)-এর নির্মিত ওরিয়েন্টাল স্ক্রিন ব্যবহার থাকবে। এটি নতুন Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসরে চলবে বলেও জানানো হয়েছে। বিভিন্ন সূত্রে ইতিমধ্যেই OnePlus 12-এর বিভিন্ন তথ্য প্রকাশ হয়েছে৷ আর এখন সেটি আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে পারফরম্যান্স সম্পর্কে ধারণা প্রদান করেছে৷

OnePlus 12 হাজির AnTuTu বেঞ্চমার্কে

PJD110 মডেল নম্বর সহ ওয়ানপ্লাস ১২ আনটুটু বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। সেখানে সামগ্রিকভাবে এটি ২১,১০,৮০৮ পয়েন্ট স্কোর করেছে। পৃথকভাবে সিপিইউ পরীক্ষায়, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরটি ৪,৯৫,৭৮০ পয়েন্ট স্কোর করেছে। যেখানে জিপিইউ টেস্টে প্রাপ্ত পয়েন্ট ৯,১৪,১৫১। এছাড়া, মেমরি এবং ইউএক্স পরীক্ষায়, স্মার্টফোনটি যথাক্রমে ৩,৬২,৪০২ এবং ৩,৩৮,৪৭৬ পয়েন্ট স্কোর করেছে।

ওয়ানপ্লাস ১২-এর মেজর স্পেসিফিকেশনের প্রসঙ্গে আসলে, এতে ৬.৮২ ইঞ্চির কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে মিলবে এবং এতে বিওই এক্স১ (BOE X1) প্যানেল থাকবে, যা ওরিয়েন্টাল স্ক্রিন নামেও পরিচিত। স্ক্রিনটি ২কে রেজোলিউশন, ১২০ হার্টজ এলটিপিও (LTPO) রিফ্রেশ রেট এবং ২,৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। ডিসপ্লেমেট (Displaymate)-এর 'A+' রেটিং সহ এটি বিশ্বের অন্যতম সেরা ডিসপ্লে বলে মনে করা হচ্ছে।

OnePlus 12 তার পূর্বসূরির মতো একইরকম ডিজাইন অফার করবে বলে মনে করা হচ্ছে। ফোনটির পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ ৫০ মেগাপিক্সেলের সেন্সর, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 12-এ ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫,৪০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে। এতে ইউএসবি ৩.২ পোর্টও থাকতে পারে।

Show Full Article
Next Story