স্যামসাং-ও পাত্তা পাবে না, ইন্ডাস্ট্রির সেরা ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে চলেছে OnePlus 12

ওয়ানপ্লাস অবশেষে তাদের প্রথম ফোল্ডেবল ফোন, OnePlus Open আগামীকাল গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে চলেছে। ব্র্যান্ডটি তাদের...
techgup 18 Oct 2023 10:14 PM IST

ওয়ানপ্লাস অবশেষে তাদের প্রথম ফোল্ডেবল ফোন, OnePlus Open আগামীকাল গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে চলেছে। ব্র্যান্ডটি তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন, OnePlus 12-এর ওপরও কাজ করছে বলে জানা গেছে। চলতি বছরের শেষের দিকে এটি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনটির নতুন ডিজাইন গত মাসে সামনে এসেছিল। সম্প্রতি এক জনপ্রিয় টিপস্টার OnePlus 12-এর স্পেসিফিকেশন শেয়ার করছেন। আর এখন একই সূত্র ফোনটির ডিসপ্লে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।

OnePlus 12-এ প্রিমিয়াম ডিসপ্লে থাকবে

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, ওয়ানপ্লাস ১২-এর হাই-এন্ড কাস্টমাইজড স্ক্রিনের কোডনেম 'ডংফাং' (Dongfang)। এতে কার্ভড এজ সহ 2K রেজোলিউশন সাপোর্ট থাকবে, যেমনটা এর আগে ফাঁস হওয়া রেন্ডারগুলিতে দেখা গিয়েছিল। এরসাথেই তিনি দাবি করেছেন যে, ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপের ডিসপ্লে স্যামসাং (Samsung)-এর অ্যামোলেড প্যানেলের চেয়ে ভাল হবে। ওয়ানপ্লাস ১২-এর স্ক্রিন প্রিমিয়াম কালার, ব্রাইটনেস এবং আই প্রোটেকশন অফার করবে, যা একে ইন্ডাস্ট্রির অন্যতম সেরা প্যানেল করে তুলবে। ডিভাইসটি অনেক চমকপ্রদ প্রযুক্তিও অফার করবে বলে জানা গেলেও বিশদ বিবরণ এই মুহূর্তে অজানা।

এছাড়াও, ডিজিট্যাল চ্যাট স্টেশন প্রকাশ করেছিলেন যে ওয়ানপ্লাস ১২-এ ৩,১৬৮ x ১,৪৪০ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.৮২ ইঞ্চির কার্ভড ওলেড (OLED) স্ক্রিন থাকবে। উন্নত ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সের জন্য এতে ১২০ হার্টজ এলটিপিও রিফ্রেশ রেট এবং ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং সাপোর্ট মিলবে। ফটোগ্রাফির জন্য, ওয়ানপ্লাস ১২-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেলের ১/১.৪ ইঞ্চির প্রাইমারি সেন্সর, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ওআইএস সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স থাকবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ফাঁস হওয়া রেন্ডারগুলি প্রকাশ করেছে যে OnePlus 12 মডেলটি এর পূর্ববর্তী ফ্ল্যাগশিপের মতোই ডিজাইন অফার করবে। অর্থাৎ, ফোনটির রিয়ার প্যানেলে পাশের ফ্রেম থেকে প্রসারিত গ্লসি ফিনিশের হাফ-পিল-আকৃতির ক্যামেরা আইল্যান্ড থাকবে, সামনে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে এবং ডানদিকে একটি অ্যালার্ট স্লাইডার অবস্থান করবে।

Show Full Article
Next Story