সুখবর! ফের দাম কমল OnePlus 12-এর, 7,000 টাকা ডিসকাউন্ট পাবেন এই সাইটে
OnePlus 12-এর দাম সম্প্রতি আমাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভালে ৬০,০০০ টাকার নিচে চলে এসেছিল। সেই ডিল যদি আপনার হাতছাড়া হয়, তাহলেও দুঃখ করার দরকার নেই। কারণ,…
OnePlus 12-এর দাম সম্প্রতি আমাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভালে ৬০,০০০ টাকার নিচে চলে এসেছিল। সেই ডিল যদি আপনার হাতছাড়া হয়, তাহলেও দুঃখ করার দরকার নেই। কারণ, বিজয় সেলসে ওয়ানপ্লাসের এই দুর্ধর্ষ স্মার্টফোন ৭,০০০ টাকা পর্যন্ত কম দামে কেনার সুযোগ মিলছে।
OnePlus 12 ভারতে ৬৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। এটি ছিল ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম। ২,০০০ টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট ধরে বিজয় সেলসের অফিশিয়াল ওয়েবসাইটে ডিভাইসটি ৬২,৯৯৯ টাকায় লিস্টেড করা হয়েছে। এছাড়াও, এইচবিসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৫,০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
একইসাথে, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড সহ বিভিন্ন ব্যাঙ্কের কার্ডে নানা অফার উপলব্ধ থাকছে। সমস্ত ডিসকাউন্ট ধরে OnePlus 12 কেনা যাবে ৫৭,৯৯৯ টাকায়। অর্থাৎ ডিভাইসটির অরিজিনাল লঞ্চ প্রাইসের থেকে ৭,০০০ টাকা কম দাম পড়ছে।
স্পেসিফিকেশনের কথা বললে, ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, কর্নিং গরিলা গ্লাস ২ ভিক্টাস প্রোটেকশন, ৫০+৬৪+৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও ১০০ ওয়াট ফাস্ট চার্জ সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
OnePlus 12-এর দাম সম্প্রতি আমাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভালে ৬০,০০০ টাকার নিচে চলে এসেছিল। সেই ডিল যদি আপনার হাতছাড়া হয়, তাহলেও দুঃখ করার দরকার নেই। কারণ,…