চীনের পর ভারত-সহ গোটা বিশ্বে! OnePlus 12 ফ্ল্যাগশিপ ফোনের গ্লোবাল লঞ্চ খুব তাড়াতাড়ি

ওয়ানপ্লাস তাদের নয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোন, OnePlus 12 খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। বর্তমানে যাকে ঘিরে চর্চা সর্বত্র।...
Ananya Sarkar 20 Nov 2023 12:40 PM IST

ওয়ানপ্লাস তাদের নয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোন, OnePlus 12 খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। বর্তমানে যাকে ঘিরে চর্চা সর্বত্র। ইতিমধ্যেই চীনে একটি ইভেন্টে ফোনটির ডিসপ্লে প্রদর্শন করেছে ওয়ানপ্লাস। এবার বিশ্ব বাজারে তাড়াতাড়িই লঞ্চের ইঙ্গিত দিয়ে OnePlus 12-এর গ্লোবাল ভ্যারিয়েন্ট থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে।

OnePlus 12-এর গ্লোবাল ভ্যারিয়েন্ট হাজির NBTC ওয়েবসাইটে

CPH2581 মডেল কোড সহ ওয়ানপ্লাস ১২-এর গ্লোবাল ভার্সন থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন সার্টিফিকেশন প্লাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিংটি গ্লোবাল লঞ্চের বিষয়টি নিশ্চিত করলেও, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে কিছুই প্রকাশ করেনি। তবে ফোনটির একাধিক বৈশিষ্ট্য এর মধ্যেই ফাঁস হয়ে গিয়েছে।

OnePlus 12-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

সম্প্রতি ওয়ানপ্লাস ১২ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্ক ডেটাবেসে দেখা গেছে, যা এতে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩-এর উপস্থিতি নিশ্চিত করেছে। এটি চীনা কম্পালসারি সার্টিফিকেশন (3C) এবং সিকিউসি (CQC) সার্টিফিকেশন সাইটেও উপস্থিত হয়েছে। ফলে ফোনটিতে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট-চার্জিং সাপোর্ট থাকবে বলে কনফার্ম করা যায়।

ওয়ানপ্লাসের আসন্ন ফ্ল্যাগশিপে Sony LYTIA প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের Sony IMX581 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ৩x জুম সহ ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স সমন্বিত ট্রিপল-রিয়ার ক্যামেরা মডিউল থাকবে বলে মনে করা হচ্ছে৷ চীনে OnePlus 12 লঞ্চ হওয়ার সাথে সাথেই গ্লোবাল মার্কেটে পা রাখবে বলে অনুমান। যদিও, গত বছর চীনের পহ বিশ্ববাজারে OnePlus 11 লঞ্চ করতে কোম্পানির প্রায় এক মাস সময় লেগেছিল।

Show Full Article
Next Story