OnePlus 12: এই শীতে ফাটাফাটি ফোন আনবে ওয়ানপ্লাস, 150W ফাস্ট চার্জিং সহ থাকবে দুর্ধর্ষ প্রসেসর
OnePlus Ace 2 Pro জুলাই বা আগস্ট মাসের মধ্যে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। অনুমান, এটি স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ২...OnePlus Ace 2 Pro জুলাই বা আগস্ট মাসের মধ্যে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। অনুমান, এটি স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ২ প্রসেসরযুক্ত অন্যতম প্রথম স্মার্টফোন হিসাবে আসবে। এর পরের ক'মাস ওয়ানপ্লাসের নতুন কোনও ফোন চাইনিজ মার্কেটে আসবে না বলেই জল্পনা চলছে। কারণ সংস্থা সরাসরি OnePlus 12-এর উপর মনোনিবেশ করতে চলেছে। এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি চলতি বছরের শেষের দিকে বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে। OnePlus 12-এর স্পেসিফিকেশন সম্পর্কে এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পেয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেগুলি কী কী।
OnePlus 12-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
এক নতুন রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস ১২-এ স্যামসাং ব্র্যান্ডের কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যার মধ্যে স্লিম বেজেল এবং কার্ভড এজ দেখা যাবে। বর্তমানে ওয়ানপ্লাস ১১ ৫জি-এর স্ক্রিনের ওপরের বাম কোণায় একটি পাঞ্চ-হোল কাটআউট থাকবেও, ওয়ানপ্লাস ১২ কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট সহ আসবে বলে জানা গেছে। স্ক্রিনটি 2K রেজোলিউশন অফার করতে পারে। তবে রিফ্রেশ রেট সম্পর্কে কিছু এখনও কিছু জানা যায়নি। ওয়ানপ্লাস ১২-এর ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে, যেমনটা আগে ওয়ানপ্লাসের বিভিন্ন ফ্ল্যাগশিপে দেখা গেছে।
OnePlus 12-এ Qualcomm Snapdragon Gen 3 প্রসেসর ব্যবহার করা হবে সূত্রের দাবি। শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলির পরবর্তী প্রজন্মের বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপই এই চিপ থাকতে চলেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপটিতে ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ বা তার চেয়ে কিছুটা বড় ব্যাটারি থাকতে পারে।
ফটোগ্রাফির জন্য, OnePlus 12-এর রিয়ার প্যানেলে সম্ভবত তার পূর্বসূরির মতোই বৃত্তাকার ট্রিপল ক্যামেরা সিস্টেম দেখা যাবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আই এমএক্স৯-সিরিজের প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৬৪বি পেরিস্কোপ টেলিফটো লেন্স অবস্থান করবে। তবে, OnePlus 12-এর ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে কোনও তথ্য এখনও সামনে আসেনি। তবে সবশেষে লিক থেকে জানা গেছে যে, ওয়ানপ্লাস তাদের পরবর্তী ফ্ল্যাগশিপটি চলতি বছরের ডিসেম্বরে লঞ্চ করার পরিকল্পনা করছে।