স্মার্টফোনের বাজারে ছড়ি ঘোরাবে OnePlus 12, ঢাকঢোল পিটিয়ে প্রসেসরের নাম জানাল সংস্থা

জনপ্রিয় মোবাইল প্রসেসর প্রস্তুতকারক কোয়ালকম (Qualcomm) আজ তাদের নতুন ফ্ল্যাগশিপ চিপসেট, Snapdragon 8 Gen 3 সামনে...
Ananya Sarkar 25 Oct 2023 4:13 PM IST

জনপ্রিয় মোবাইল প্রসেসর প্রস্তুতকারক কোয়ালকম (Qualcomm) আজ তাদের নতুন ফ্ল্যাগশিপ চিপসেট, Snapdragon 8 Gen 3 সামনে এনেছে। যার পরপরই, বিভিন্ন স্মার্টফোন নির্মাতা এই শক্তিশালী প্রসেসর দিয়ে ফোন লঞ্চের ঘোষণা করেছে। স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে ওয়ানপ্লাসেরও নাম রয়েছে। চীনা সংস্থার আসন্ন OnePlus 12 হ্যান্ডসেটে Snapdragon 8 Gen 3 চিপ থাকবে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

OnePlus 12-এ মিলবে Snapdragon 8 Gen 3 প্রসেসর

দীর্ঘদিন ধরে জল্পনা চলার পর, অবশেষে ওয়ানপ্লাস একটি টিজার পোস্টারে, নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটকে দেখিয়েছে, যা ওয়ানপ্লাস ১২-এ ব্যবহৃত হবে। জানিয়ে রাখি, নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরটি ৪ ন্যানোমিটার নোডে তৈরি করা হয়েছে এবং পাওয়ার এফিসিয়েন্সি এবং পারফরম্যান্সের ক্ষেত্রে প্রভূত উন্নতি লক্ষ্য করা গিয়েছে৷ কোয়ালকম জানিয়েছে যে, চিপটি প্রসেসিং পাওয়ারে ৩০ শতাংশ বৃদ্ধি অফার করবে, যেখানে পাওয়ার কনজাম্পশনে ২৫ শতাংশ উন্নতি দেখা যাবে।

এছাড়া, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরের এনপিইউ (নিউরাল প্রসেসিং ইউনিট) পারফরম্যান্সেও বিশাল ৯৮ শতাংশ উন্নতি দেখা যাবে। নতুন জিপিইউ ২৫ শতাংশ দ্রুত হয়েছে এবং এটি রে ট্রেসিং প্রযুক্তি (Ray Tracing) সাপোর্ট করে, যা তার আগের প্রজন্মের তুলনায় ৪০ শতাংশ ভালো। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, ওয়ানপ্লাস ১২ তার পারফরম্যান্সের ক্ষেত্রে একাধিক আপগ্রেড অফার করতে চলেছে। এই মডেলটি স্ন্যাপড্রাগন ৮ জেন ৩-এর সাথে বাজারে লঞ্চ হওয়া প্রথম স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম হবে।

উল্লেখ্য, কোম্পানির তরফে ইতিমধ্যেই OnePlus 12-এর আরও টিজার শেয়ার করা হয়েছে, যা ডিসপ্লে দেখিয়েছে। ফোনটিতে ওরিয়েন্টাল ডিসপ্লে থাকবে বলে জানা গেছে, যা ডিসপ্লেমেট (Displaymate) দ্বারা স্বীকৃত সেরা 2K স্ক্রিনগুলির মধ্যে একটি। এইচডিআর সাপোর্ট, এলটিপিও প্রযুক্তি এবং উন্নত কালার অ্যাকুরেসির জন্য 'A+' রেটিং পেয়েছে এটি। OnePlus 12-এর প্যানেলটি লম্বা ৬.৮২ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং ২,৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করে।

Show Full Article
Next Story